পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘর সামলাও ৩২৫ তেঁতুল কাঠ, কুলকাঠ একবার জাল্লে উপরে ভন্মাচ্ছাদিত ফুলেও ভেতরে ভেতরে আগুণ জলতে থাকে। বৃহৎ কাঠ একমাস দুইমাস ধরে জলতে থাকে-তার ভেতরের আগুণ কিছুতেই নিভে না-অনবরত জলতেই থাকে। আমাদের জাতির মধ্যে কিসের অভাব ? জাতীয় জীবনে কোথায় কি কি গলদ আছে সমস্ত ক্রটি দুর্ব্বলতা আজ আলোচনা করে দেখা দরকার। এই দেখুন হলণ্ডেয় মত ক্ষুদ্র' দেশ-য। আয়তনে বাংলাদেশের একটি জিলার মত, এক মৈমনসিংহ জিলার আয়তন অপেক্ষ হলগুের আয়তন বড় নয়—তাও আবার অধিকাংশ সমুদ্র গর্ভের নীচে ; বাধ ভেঙ্গে, গেলে দেশের অৰ্দ্ধেক জলে নিমজ্জিত্ব হয়ে যায়। এই দেশে সর্ব্বদা অস্তিত্ব সঙ্কট, দিবানিশি প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় । তিন শ, বছর আগে যখন স্পেন সাম্রাজ্য পৃথিবীর মধ্যে সর্ব্বশ্রেষ্ঠ ছিল, যখন স্পেনের পদতলে অৰ্দ্ধেক ইউরোপ লুষ্ঠিত ছিল, যখন ব্রাজিল, পেরু, মেক্সিকো, স্পেনের করতলস্থ ছিল, উপনিবেশ হইতে রাশি রাশি স্বর্ণরৌপ্য আনিয়া স্পেন যখন তাহ মুত্রায় পরিণত কুরিতে ছিল, স্পেন যখন বিপুল গৌরবে ইংলণ্ড বিজয়ের চেষ্টায় ব্যাপৃত ছিল—স্পেনিস আরমাডার কথা বলা বাহুল্য-ক্ষুদ্রকায় হলগু তখন সেই প্রবলপ্রতাপান্বিত স্পেনকে অমিতবিক্রমে বাধা দিয়েছিল—“কুখনঃ আপনাকে বিজিত করতে দেয় নাই—হলও তখন প্রটেষ্টাণ্ট ধর্ম্ম বজায় রেখেছিল-স্পেনের সেই স্থবিখ্যাত ডিউক অৰ এলবা এ জাতির কিছুই করতে পারেনি। হলণ্ডের তুলনায় আমাদের দেশের আয়তন কত বড়, লোক সংখ্যা কত বেশী। অথচ জগতে আজও আমরা উপহাসাম্পদ হই, পরাধীন, পরমুখাপেক্ষী, পরপদানত, বলে পদে পদে লাঞ্ছস গঞ্জনা অপমাম সস্থ করি।