পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩৬ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী ASAMAMAMAAASAAAAASAAAA men”-ইসলাম ধর্ম্ম মানুষের সহিত মানুষের মোটেই প্রভেদ রাখে না—বাদস আমীর ওমরাহ হইতে মুটে মজুর সকলেই এক মসজিদে উপাসনা করে—এক পাত্রে আহার করবার অধিকারী । যে দিন ইসলামধর্ম্ম গ্রহণ করা যায় সেই দিন হইতে সমাজে এক পদবী লাভ, একত্র আহার বিহার, বিবাহ আদান প্রদান প্রভৃতি চলে। খৃষ্টধর্ম্ম হইতেও ইসলাম ধর্ম্ম এবিষয়ে উদার এবং অগ্রসর । মুসলমানের হিন্দুদের শুদ্ধি ও সংগঠন আন্দোলনে একটু চঞ্চল হয়ে উঠেছেন কিন্তু আমি তাদের বলছি, পাচশত শ্রদ্ধানন্দ এলেও পাচ জন মুসলমানকে হিন্দ করতে পারবেন ন!—মোছলমানরা কিছুতেই হিন্দু হবে ন-আমি জানি অনেক হিন্দু বিধবা কলঙ্কময় জীবন যাপন করা অপেক্ষ ইসলাম ধর্ম্ম গ্রহণ করিয়া উদ্বাহসূত্রে আবদ্ধ হওয়া শ্রেয় জ্ঞান করেন । হিন্দু সমাজে স্বামী অনায়াসে স্ত্রীকে ত্যাগ করে, পুনরায় বিবাহ কর্ত্তে পারেন--স্ত্রীর আর কোনো উপায় থাকে না । ইসলামধর্ম্ম গ্রহণ করলে বিবাহ বন্ধন খণ্ডন করা যায়—ঘরের ভিতর কত বিবাদ কত গলদ, ভাবলে বিস্ময়ে অবাক হয়ে যেতে হয় । জাতির প্রয়োজনে টাকা পাই না—কারণ হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত— জাতিভেদের বিষময় ফল, আমরা এখন ভোগ করছি । মাডোয়ারীদেরও বাঙালী বলতে হবে—এক হিসেবে তারা ও বাঙালী বৈ কি— বাংলায় বসবাস করিতেছে—মাড়োয়ারী is making his piles— মাড়োয়ারী টাকা করতে ব্যস্ত । সাহা, তিলি, সুবর্ণবণিক, গন্ধ বণিকেরাও ঐ পথের পথিক । মহারাজা স্যার মনীন্দ্রচন্দ্র ননদীর মত FF goFFA (Tf F–Sfi FTSEA-exceptions proving the rule. আর তিলি, সাহা, সুবর্ণবণিক, কংসবণিক, গন্ধবণিক এদের ভিতর শতকরা ক’জনই রা শিক্ষিত ?