সে সহজে এবং অল্প সময়ের মধ্যে এই জ্ঞান লাভ করিতে পারে। জীবনের সর্বাপেক্ষা মূল্যবান সময়ে আমাদের ছেলেদের সময় ও শক্তির কিরূপ বিষম অপব্যয় হয়, তাহা নিম্নলিখিত তথ্যগুলি হইতেই বুঝা যাইবে। ১৯৩০—৩১ সালে কতজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের এম, এ, পরীক্ষার জন্য প্রস্তুত হইয়াছিল, তাহা এই তালিকায় দেওয়া হইয়াছে।
বিষয় ... |
পঞ্চম বার্ষিক শ্রেণী |
৬ষ্ঠ বার্ষিক শ্রেণী |
ইংরাজী | ১১৯ | ১১২ |
গণিত | ৩৬ | ২১ |
দর্শন | ৩৬ | ২৬ |
ইতিহাস | ৫৫ | ৪৪ |
অর্থনীতি | ১১৬ | ৯২ |
বাণিজ্য | ২৩ | ২০ |
প্রাচীন ইতিহাস | ১৪ | ১৭ |
নৃতত্ত্ব | ৫ | ৬ |
পরীক্ষামূলক মনোবিদ্যা | ৪ | ৩ |
তুলনামূলক ভাষাতত্ত্ব | ১ | ০ |
সংস্কৃত | ১৯ | ২০ |
পালি | ২ | ২ |
আরবী | ৪ | ১ |
পারসী | ৮ | ৩ |
ভারতীয় ভাষা | ৭ | ১৮ |
মোট | ৪৪৯ | ৩৯৩ |
ছাত্রেরা এবং তাহাদের অভিভাবকগণ পাঠ্য বিষয় নির্বাচনের জন্য যে বিন্দুমাত্রও চিন্তা করেন না, এই তালিকা হইতেই তাহা বুঝা যাইতেছে। দেখা যাইতেছে, ইংরাজী ভাষার প্রতিই ছেলেদের বেশী আকর্ষণ। অথচ অবস্থা ইহার বিপরীত হওয়াই উচিত ছিল। কেননা একটা কঠিন বিদেশী ভাষার দুরূহ তত্ত্ব অধিগত করিতে যে সময় ও শক্তি ব্যয় হয়, তাহা অন্য দিকে প্রয়োগ করিলে বেশী লাভ হইত। পাঠ্য বিষয়ের গ্রন্থ তালিকা দেখিলে চক্ষু স্থির হয়। গ্রন্থকারগণ এবং তাঁহাদের কৃত গ্রন্থ তালিকা পড়িলে স্তম্ভিত হইতে হয়, উহা ক্যালেণ্ডারের সাড়ে পাঁচ পৃষ্ঠা জুড়িয়া আছে। প্রাচীন যুগ হইতে আধনিক কাল পর্যন্ত বিশাল ইংরাজী সাহিত্য ইহার অন্তর্ভুক্ত। ভিক্টোরিয়া যুগের পরবর্তী আধুনিক কালের এইচ, জি, ওয়েলস্, কনর্যাড, বার্নাড শ, আর্নল্ড, বেনেট, গল্স্ওয়ার্দি সকলেই ইহার মধ্যে আছেন।
আমি সম্পূর্ণরূপে স্বীকার করি যে, এমন সব ভারতীর ছাত্র থাকিবেন যাঁহারা সমস্ত জীবন ধরিয়া ইংরাজী সাহিত্য অধ্যয়ন করিবেন। ইংলণ্ড, ফ্রান্স ও জার্মানীতেও এমন অনেক ছাত্র আছেন যাঁহারা সমস্ত জীবন সংস্কৃত ভাষা ও সাহিত্য অধ্যয়ন করিতেছেন। ভারতীয় শ্লেগেল বা টেইনের অভ্যুদয়ে আমি আনন্দিত হইব। কিন্তু ইংরাজীতে এম, এ,