পাতা:আদর্শ-সতী.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ সতী । মহা । [ অগ্রসর হইয়। ] দেব ! আজি আমাদের মার্জন কোর্ত্তে হবে। সত্য । আচ্ছ। [স্বগত ] যদিও ইচ্ছার বিৰুদ্ধে। মহা । [ আসিয়া ] রাজকুমারি তবে চল । স্বর। যাওয়া কঠিন। সরল প্রেমের বিষম ফাস । প্রেমিক জীবন করয়ে নাশ । মহা । সখি আর কেন ? যাওয়া যাকৃ চল । ! সখিত্রয় | বীরয়—খ্যাস্ট । চললো সখি কনক ভবনে । সুখ নাহি তপোবনে ॥ রতি রঞ্জন, সহ সঙ্গীগণ ; দহে সুবদনে ॥ { সত্যবান ব্যতীত সকলের প্রস্থান । ] সত্য। সুবর্ণ-পিঞ্জর ভেঙ্গে গেল ! সঙ্গে সঙ্গে সুখবিহঙ্গ উড়ে গেল! অপক্ষণের মধ্যে মানসের কি অচিন্তনীয় পরিবর্তন। সেই কানন—সেই বন পাদপরাজী—সেই সলিলে কমল—আর জামিও সেই সত্যবান সরসী-তটে দণ্ডায়মান –কিন্তু মানসের কি অবস্থা ? পূর্ব্বস্তৃতি লোপ পেয়েছে, মনের ভাব পরিবর্তন