বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HE झलू अझ । সাবি। তার আর একটা কারণ আছে । সত্য ! কি কারণ ? সাবি। বনপাদপের কাছেই বনমালতি শোভা পায়। সত্য ! আবার মাধবি লতার আলিঙ্গনে সহকার তৰুরও শোভা হয় । সাবি। আর অধিক দুরে যাবার প্রয়োজন কি ; এই খানেই কাষ্ঠ সঞ্চয় কৰুণ না ? সত্য। ই, এই যে একটা চন্দন আৰু—তবে এই খানে তুমি বিশ্রাম কর, আমি কাষ্ঠ সঞ্চয় করি। সাবি। আপনি তবে উঠুন। (উপবেশন) (সত্যবানের বৃক্ষে উত্থান ও কাষ্ঠ কর্ত্তন।) সাবি। (স্বগত) আজকে বৎসরের শেষ দিবস—সমস্ত দিন গেল, কোন দুৰ্ঘটনা হয়নি—তবে বোধ করি বাবা, আমার সঙ্গে চাতুরি কোরে ছিলেন সত্য। উঃ–বনদেবী! —প্রাণ যায়—বড়–ডঃ– সাবি। (ত্রস্তে উঠিয় ] কি হয়েছে নাথ— সত্য। বড়–শিরঃপীড়—আর স্থির থাক্তে পারি না আমার ধর— পতন ও সাবিত্র কর্তৃক ক্রোড়ে ধারণ ] সাবি। কি হয়েছে নাথ ? সত্য । [ মৃদুস্বরে } ও:-ভয়ঙ্কর—শিরঃপীড়া, আমি রক্ষের উপর রোয়েছি—একটা যেন ভীষণ মূর্ত্তি আমায় বোলে— “সত্যবান,তোর অন্তকাল উপস্থিত” ওছে—এই সে—৬ই সে ।