পাতা:আনন্দমঠ (দ্বিতীয় সংস্করণ, ১৮৮৩).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪
আনন্দ মঠ।

 সত্য। ধন—সম্পদ—ভোগ?

 উভ। সকলই পরিত্যজ্য হইল।

 সত্য। ইন্দ্রিয় জয় করিবে। স্ত্রীলোকের সঙ্গে কখন একাসনে বসিবে না?

 উভ। বসিব না। ইন্দ্রিয় জয় করিব।

 সত্য। ভগবৎ সাক্ষাৎকার প্রতিজ্ঞা কর, আপনার জন্য বা স্বজনের জন্য অর্থোপার্জ্জন করিবে না? যা উপার্জ্জন করিবে তাহা বৈষ্ণব ধনাগারে দিবে?

 উভ। দিব।

 সত্য। সনাতন ধর্ম্মের জন্য, স্বয়ং অস্ত্র ধরিয়া যুদ্ধ করিবে?

 উভ। করিব।

 সত্য। রণে কখন ভঙ্গ দিবে না?

 উভ। না।

 সত্য। যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয়?

 উভ। জ্বলন্ত চিতায় প্রবেশ করিয়া অথবা বিষ পান করিয়া প্রাণত্যাগ করিব।

 সত্য। আর এক কথা—জাতি। তোমরা কি জাতি? মহেন্দ্র কায়স্থ জানি। অপরটী কি জাতি।

 অপর ব্যক্তি বলিল “আমি ব্রাহ্মণকুমার।”

 সত্য। উত্তম। তোমরা জাতিত্যাগ করিতে পারিবে? সকল সন্তান একজাতীয়। এ মহা ব্রতে ব্রাহ্মণ শূদ্র বিচার নাই। তোমরা কি বল?

 উভ। আমরা সে বিচার করিব না। আমরা সকলেই এক মায়ের সন্তান।

 সত্য। তবে তোমাদিগকে দীক্ষিত করিব। তোমরা যে