বিষয়বস্তুতে চলুন

পাতা:আনবারশোহেলি.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ১৫৭ কfরহ না, আমি ঐ আপদ হইতে তোমাকে শীঘ্র মুক্ত করিতেছি, অদ্য রাত্রি কালে এৰূপ করিব যে বাসার বাসা মূলের সহিত দগ্ধ হইবে । তুমি তোমার স্থানের চিহ্ন আনাকে জানাইয়। স্বস্থানে প্রস্থান করহ । আমি অদ্য রাত্রিতেই তোমার নিকট উপস্থিত হইব । চটক আপনি বাসস্থান নিঃসন্দেহ কপে তাছাকে জান। ইয়। হৃষ্টান্তঃকরণে স্বস্থানে উত্তরিল । পরে সমন্দর স্বজাতীয় কয়েক জনকে সঙ্গে লইয়। প্রজুলিত বর্ত্তিক। ও গন্ধকের সহিত তথfয় উপস্থিত হইল। পরে চটক তাছার দিগকে বাসার বাসায় লইয়া গেল, তৎকালে বালা অসাবধান পূর্বক সপরিবারে নিত্রিত ছিল, তাহার। ঐ প্রজুলিত বর্ত্তিক ও গন্ধক বাসার বাসায় নিঃক্ষেপ করিয়া প্রস্থান করিল, পরে যখন বায়ুর গমনাগমন দ্বার। ঐ অগ্নি পুজুলিত হইল তখন তাহার। নিদ্রাচুত হইয়। ঐ অগ্নিনির্বাণের নুিরুপায় দেখিয়। সপরিবারে ভস্মসাৎ হইল । - পরের অনিষ্ট চেষ্টা-করিক যে হয় । ভাঁছার অনিষ্ট দেখ হয় যে নিশ্চয়।। এ দৃষ্টান্ত দেওনেব কারণ এই যে সকলেরি শক্র দূর । করণের চেষ্টা কর্ত্তব্য কেনম। আপনি যদি দুর্বল ও শত্রু প্রবল ছয় তথা চ ঐ শক্র হইতে জয়ের সম্ভাবনা তাহার আছে । অনন্তর করকট কছিতে লাগিল যে এঙ্কণে পশু-রাজ তাহাকে তাবৎ জামাতাগণ মধ্যে