বিষয়বস্তুতে চলুন

পাতা:আনবারশোহেলি.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ আনবারশোহেলি ? ফল পাইল, অতএব কোন ব্যক্তির উচিত নছে যে ই কর্ম্ম করে কিন্তু যে করে তাছাকে ঐ ৰূপ ঘটে । মন্দ নাহি কর২ সূক্ষ্ম বিবেচন । । সদা সাবধান থাক ভুলনা ভুলনা । ইছার কারণ কিছু বলি ছে তোমারে। ভাল মন্দ এক ঠাই পাবে দেখিবারে । . সর্ব্ব কাছে ভাল চেষ্টা যদি ছে করিবে । আপনাকে শ্রেষ্ঠ তবে দেখিতে পাইবে । মন্দ মাগে যদি তুমি গমন করিবে । তবে তুমি পদতলে সদত থাকিবে । এদৃষ্টান্ত আমি এই কারণ আনিলাম যে তুমি এই দৃষ্টাস্তানুসারে শক্রতা ও হিংস ত্যাগ করহ। এৰূপ না হউক যে তোমাকে উছা ঘটে, আর এক বিজ্ঞ ব্যক্তি কহিয়াছেন যে মন্দ করিওন। মন্দ করিলেই মন্দ হয় এবং পথিমধ্যে কূপ খনন করিওনা, করিলেই আপনি ভtহাতে পতিত হইবে । পরে দমনক কহিলেক যে আমি দৌরাত্ম্যকারক নহি, কিন্তু দৌরাত্ম্যগ্রস্ত হইয়tছি। দৌরাত্ম্যগ্রস্ত ব্যক্তি যদি দৌরাত্ম্যকারকের প্রতি ফল দেওনে সচেষ্টিত হয় তবে তাহার পরীবর্ত্তে কি হইতে পারবে । পরে কন্নকট কহিতে লাগিল, হ ! আমি যথার্থ জানিলাম যে তাছার হিংসা করণে তোমার মন্দ ঘটবে না বটে কিন্তু তাছাকে স্রষ্ট করিবার উপায় তুমি কি স্থির করিয়tছ তাহ বলছ, দেখ