পাতা:আমার জীবন.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sశి আমার জীবন অন্য চারি আন হিন্ত ইহাদের আছে। ইহা ভিন্ন আর আর জমিজাতি লইয়াও অনেক গোলযোগ ছিল । সেই মিরালি আমুদের সঙ্গে ক্রমাগত তিন পুরুষ পর্যন্ত মোকদ্দমা চলিয়াছিল । ঐ কর্তাটির উত্তর দেশে কতকটা এলাকা আছে। একবার তিনি সেই উত্তর দেশে যান। তখন সকল ছেলে আমার জন্মে নাই, কেবল বড় ছেলে বিপিনবিহারী ৬ বৎসরের হইয়াছে । বাটতে কেবল সেই ছেলেটি আছে। ইতিমধ্যে এক দিবস সেই মিরালি আমুদ হুকুম দিয়া ইহাদিগের অনেক প্রজাকে ধরিয়া মারপিট করিতে আরম্ভ করিল, এবং অনেক প্রকার যাতনা দিয়া প্রজাদিগের নিকট হইতে খাজনা আদায় করিতে লাগিল। তখন বাটতে যে গোমস্ত। ছিল, সে পীড়িত হইয়। মৃতপ্রায় হইয়া পড়িয়াছিল । অন্যান্য যে সকল লোক ছিল, তাহার। বলিতে লাগিল, আমাদের কি সাধ্য আমরা কি করিতে পারি। বাটতে কেবল আমি আছি, আমিও তত্ত্বল্য মামলা মোকদম কিছুই বুঝিতে পারি না। বিশেষতঃ এসকল কর্মের আমি কর্তাও নহি । তখন ঐ প্রজাদিগের পরিবারগণ আমার নিকট আসিয়া কাদিতে লাগিল, এবং তাহাদিগকে ষে প্রকার প্রহার এবং যাতন। দিয়া খাজনা আদার করিয়া লইতেছে, তাহ সমুদয় বলিয়া বলিয়া আক্ষেপ করিতে লাগিল । উহাদিগের কান্না দেখিয়া এবং ঐ সকল যাতনা মনে করিয়া আমার অসহ যন্ত্রণা হইতে লাগিল। আমার যে ছেলেটি লইয়া বাটতে আছি, সে ছেলেটিও পত্রলেখার উপযুক্ত হয় নাই । তখন আমি ঐ ছেলেটিকে উপলক্ষ করিয়া একখানি পত্র দিয়া একজন লোককে মিরালি আমুদের নিকটে পাঠাইয়া দিলাম। ঐ পত্র পাইয়। মিরালি আমুদ পরম সন্তুষ্ট হইয়া আমাদের প্রজাগণকে খালাস দিলেন, এবং মিরালি আমুদ নিজে উদযোগী হইয়া তাহাদিগের প্রধান স্থইজন মুরুবিবকে আমাদিগের বাটতে পাঠাইয়া সেই মোকদম নিম্পত্তি করিলেন। কর্তাটি বাটতে নাই, তাহার বিনা অভিপ্রায়ে এত বড় একটা কাজ করিয়া আমার মনে অতিশয় ভয় হইল। আমি অত্যন্ত চিন্তিত হইয়া ভাবিতে লাগিলাম, একে তো আমি মামলা