পাতা:আমার জীবন.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন :S প্রাণ চমকিয়া উঠিল । ক্রমে আমার দাদা, খুড়া, পিসী এবং মা প্রভৃতি সকলেই আমাকে কোলে লইয়া কাদিতে লাগিলেন। ঐ সকলের কান্না দেখিয়া আমিও কাদিতে লাগিলাম। ঐ সময় আমি নিশ্চয় জানিলাম যে মা এখনি আমাকে দিবেন । তখন আমি মার কোলে গিয়া মাকে আঁটিয়া ধরিয়া থাকিলাম, আর মাকে বলিলাম, মা ! তুমি আমাকে দিও না । আমার ঐ কথা শুনিয়া ও এই প্রকার ব্যবহার দেখিয়া ঐ স্থানের সকল লোক কাদিতে লাগিলেন এবং সকলে আমাকে সান্তনা করিতে লাগিলেন । আমার মা আমাকে কোলে লইয়া অনেক মতে সাষনা করিয়া বলিলেন, মা আমার লক্ষ্মী, তুমিতে বেশ বুঝ, ভয় কি, আমাদের পরমেশ্বর আছেন, কেঁদ না, আবার এই কয়েক দিবস পরেই তোমাকে আনিব । সকলে শ্বশুর বাটতে যায়, কেহতো তোমার মত র্কাদে না, তুমি কাদিয়া ব্যাকুল হইলে কেন ? স্থির হইয়া কথা বল, তখন আমার এত ভয় হইয়াছে যে ভয়ে আমার শরীর ধর্থর করিয়া কাপিতেছে, আমার এমন হইয়াছে যে, মুখে কথা বলিতে পারি না । তথাপি কঁদিতে কঁাদিতে বলিলাম, মা ! পরমেশ্বর কি আমার সঙ্গে যাবেন ? মা বলিলেন, হঁ। যাবেন বৈকি, তিনি সঙ্গেই যাবেন, তিনি তোমার সঙ্গে সঙ্গেই থাকিবেন ; তুমি আর কাদিও না । এই প্রকার বলিয়া অনেক সান্তনা করিতে লাগিলেন । আমার ভয় এবং কান্না কিছুতে নিবৃত্তি হইল না । ক্রমেই আরো বৃদ্ধি পাইতে লাগিল । তখন অনেক কষ্টে সকলে আমার মায়ের কোল হইতে আমাকে আনিলেন । ঐ সময় আমার কি ভয়ানক কষ্ট হইল ! সে কথা মনে পড়িলে এখনও দুঃখ হয় । বাস্তবিক আপনার মা ও আপনার সকলকে ছাডিয়া ভিন্ন দেশে গিয়া বাস এবং যাৰজীবন তাহাদিগের অধীনতা স্বীকার, মাতাপিত কেহ নহেন—এটি কি সামান্ত দুঃখের বিষয় । কিন্তু ইহা ঈশ্বরাধীন কর্ম, এইজন্য ইহা প্রশংসার যোগ্য বটে । আমাকে যে কোলে লইতে লাগিল, আমি তাহাকেই দুই হাতে ধরিয়া থাকিতে লাগিলাম, আর র্কাদিতে লাগিলাম । আমাকে দেখিয়৷