পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমেরিক ভ্রমণ والاسمb Libraryতে তাহ বাধাইয়া পুস্তক স্বরূপ চিরদিন রাখা হয়, অধ্যাপকগণ ছাত্রদিগকে তাহাও পাঠ করিতে বলেন ) । আর এক কপি যাহার অধীনে গবেষণা করা হয় তাহাকে দিতে হয়, আর তৃতীয় কপিট নিজের কাছে রাখা যায় । এই সকল Thesis হইতে কতক কতক অংশ কিম্বা সমুদয় অংশ বিশ্ববিদ্যালয় পুস্তকাকারে বা bulletiা। আকারে ছাপাইয়া বাহির করে । গবেষণা কারী ইচ্ছা করিলে মাসিক পত্রিকাতে কিছু কিছু করিয়া ছাপাইয়া বাহির করিতে পারেন । অধিকাংশ মার্কিন ষ্টেটু বিশ্ববিদ্যালয় co-educational অর্থাং ছেলেরা ও মেয়েরা এখানে এক সঙ্গেই বিদ্যালাভ করে । বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তি হইবার সময় সেপ্টেম্বর মাসের মাঝা মাঝি । ভর্ত্তির কয়েক দিন পূর্ব্ব হইতে কয়েক দিন পর অবধি বিশ্ববিদ্যালয়ের পুরাতন ছাত্রেরা volunteer হয় । ভর্ত্তির ঐকয়ট দিন ট্রেণের সময় ষ্টেসনে নুতন ছাত্রদিগকে আনিবার জন্ত তাহাদিগকে যাইতে হয় । ঐ সকল volunteerর। Freshmanর যাহাতে নুতন স্থানে আসিয়া বাস ঠিক করার অসুবিধা ভোগ না করে বা অন্ত কোনরূপ কষ্ট না পায় তাহার সুবিধা করিয়া দেয় । কোন কোন family ছাত্র ও ছাত্রাদিগকে স্থান দিতে ও table board দিতে ইচ্ছ,ক, তাছাদের ঠিকানা দে ওয়া ছাপান তালিক ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় । কোথায় ঘর খালি ছাত্রেরা তাহা হইতে বুঝিতে পারে । Family house ছাড়া Fraternity house, Sororiety, Dormitory, Club &losetos ছাত্র ও ছাত্রীরা থাকে । এক একটী বিশ্ববিদ্যালয় ৫০ • • ছাত্র ও ছাত্রী লষ্টয়া গঠিত । বিদেশীয় ছাত্রের দলে দলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়িতে আসিতেছে । তাতাদের influx দেখিয়া একটী সংবাদপত্র aficoștea :—“In fact, to read over the list of the places from whence some of the boys come, one would almost