পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমেরিকা ভ্রমণ و لا Monumento Dapassano–azÈ ją E মৃত্যুশয্যাৰ শায়িত আছে, তাহার মৃত ভগ্নী তাহাকে স্বৰ্গে লইয়া যাইবার জন্য মর্ত্যে আগমন । করিয়া ভগ্নীর শয্যার পাশ্বে আলুলায়িত কেশে দাড়াইয়া বাম হস্ত তুলিয়া স্বর্গের পথ দেখাইতেছে। অবশু ক্ষণেক পরেই ঐ যুবতীর জীবনপ্রদীপ নির্ব্বাপিত হইবে । ( ৪নং ছবিতে দেখুন )। হিন্দুদের মধ্যে বিশ্বাস যে যখন কোন লোক মৃত্যুশয্যায় শায়িত থাকে, তখন সে ব্যক্তি স্বপ্ন দেথে যে তাহার পরলোকগত নিকট আত্মীয়, ভাই বা বোন, বা পিতা পরলোকে লইবার জন্য ডাকিয়া থাকে, “আয়, আমাদের কাছে আয় ।” তাহার পরই মৃত্যু ঘটে । খৃষ্টানদের মধ্যে ও ঐরূপ বিশ্বাস আছে, তাহাঙ্গ এই স্মৃতিস্তম্ভ হইতে বুঝা যাইতেছে । মৃত্যুর সময় পরলোকগত আত্মিকগণ আসিয়া রোগীর কাণের কাছে অমুচ্চ স্বরে আলাপ করে, রোগীর প্রাণে সাহসের সঞ্চার করাইয় দেয় এবং পরিশেষে রোগীর আত্মাকে লইয়া যায় । Monumento Pietro Badaracco-a*ữì #ltơi! + -## Itữì# কবরের দ্বারে অঙ্গুলিগ্রন্থির দ্বারা শব্দ করিতেছেন, স্বাধী স্ত্রীর স্থির বিশ্বাস যে মৃত স্বামী সাড়া দিবেন, সে জন্ত কাণ পাতিয়া রাখিয়াছেন । ( ৫নং ছবিতে দেখুন ) Monumento Piemovi-azāi Toto #ietà iss étaa সঙ্গীর চাদরের দ্বারা আবৃত মুথখানি আর একবার দেথিবীর ইচ্ছ। করিলেন, তাহার কাছে ফাইলেন কিন্তু তাহার সাহস কুলাইল না ; শেষে কেবল চাদরের এক কোণ মাত্র উঠাইয়া সেই “মুখখানি” এক বার শেষ দেখিলেন । (৬নং ছবিতে দেখুন ) এদেশের মুদ্র ও ডাকটিকিট ভিন্ন রকমের, ৫ সেন্টিম্স ১০ পয়সার সমান । সহর দেখিয়া Genoa রেলওয়ে ষ্টেশনে আসিলাম । ষ্টেশনটী আমাদের হাবড়া ষ্টেশন হইতে ঢের ছোট । তবে নুতন এই যে সাহেব