পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাবতী । GSVAJO রাজসিংহ যথাসময়ে পত্র পাইলেন । মোগল সম্রাটু ঔরঙ্গজেব অতি চতুর এবং শক্তিশালী পুরুষ ছিলেন, তথাপি নানা কুট বুদ্ধিতে পরিচালিত হইয়া তিনি দেশের বিরাগভাজন হইয়াছিলেন। রাজপুত জাতির সহিত র্তাহার যুদ্ধ অনিবার্য্য হইয়া উঠিয়াছিল। সেই সময় রাজপুতবালার এ প্রার্থনা রাজসিংহ উপেক্ষা করিতে পারিলেন না। সৈন্য সহ তিনি রূপনগরের বাহিরের কোন পার্বত্য পথে অবস্থান করিতে লাগিলেন । (8) -->াত্র প্রেরণ করিয়া, প্রভাবতী আজ দিল্লী যাত্রা করিয়াছেন। রূপনগর হইতে আজ শেষ বিদায়-সমুদায় রাজপুতভূমি হইতে আজ শেষ বিদায়—বুঝি পৃথিবী হইতে আজ শেষ বিদায়! • -কেবল শেষ আশা-ভগবান । প্রভাবতীর অন্তরভরা রাজপুতকুলগরিমা, আর, মনোমন্দির মধ্যে-পূজ্য বীর রাণী রাজসিংহ ! • নিঃশ্বাস রোধ করিয়া প্রভাবতী চলিলেন । সেই পার্বত্য প্রদেশে, যেখানে রাজসিংহ অপেক্ষা করিয়া রহিয়াছেন, মোগল সৈন্য প্রভাবতীকে লইয়া ক্রমে সেই পথে প্রবেশ করিল । তৎক্ষণাৎ রাজসিংহ, প্রবলবেগে সহসা মোগলবাহিনী আক্রমণ করিলেন । মোগল ছিন্ন ভিন্ন হইয়া