পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बौब३ ॥ RV) লিখিতেন। পরে সেই কাগজের টুকরা গুলি ময়দার গুটির মধ্যে পুরিয়া মাছের খাইবার জন্য জলে ফেলিয়া দিতেন। তার পর সন্ধ্যা হইতে রাত্রি প্রায় ৮টা পর্যন্ত পুরাণ শুনিতেন। এই সময় লোকজনের সাক্ষাৎ ও আলাপ হইত । ইহার পর সুজান করিয়া আবার সন্ধ্যা আহিকে রাত্রি প্রায় দেড় প্রহরের উপরে কাটিত । তখন রাণী শুইতে যাইতেন । রাজ্যশাসনের সময়, প্রত্যহ রাম নাম লেখা শেষ হইলে বেলা প্রায় ৩টায় রাজকার্য্যের জন্য রাণী দরবারে আসিতেন । এই সময় কখনো তিনি পুরুষবেশে কটিতে অসি কুলাইয়া, কখনো নারীবেশে সাদা সাড়ী, সাদা কঁচুলী, এবং সামান্য কিছু হীরা মুক্তার অলঙ্কার পরিয়া আসিতেন। দরবার ঘরের পাশে অন্য একটি ঘরে পরদার আড়ালে রাণীর গদীতে বসিয়া তিনি প্রজাদের আবেদন শ্রবণ, বিচার, ও অন্যান্য রাজকার্য্য নির্ববাহ করিতেন । • •কিন্তু এই সামান্য ৮.১০ মাস মাত্র কালটুকুও তিনি শাস্তিতে L BBBD DDBB DBDBDB BDBDD DDSS D DDD sBLK করিবার পরেই তঁাহশর স্বামীর এক নিকট আত্মীয় সদাশিব রাও নারায়ণ, কোন দুর্গ, ও কতকগুলি গ্রাম অধিকার করিয়া আপনাকে ‘বানসীর মহারাজ” বলিয়া ঘোষণা করিলেন। কিন্তু রাণী অবিলম্বে সৈন্য পাঠাইয়া তাহাকে পরাজিত ও বন্দী করিলেন । কিন্তু এক শত্রুর দমন হইতে না হইতে আর এক প্রবলতর শত্রু দেখা দিল। কানসীর নিকটে বোরছা বা তেহুরী