f هلاد গাজরাইর মণ্ডলী । লাক্রোয়া সাহেব এব• ছিল সাহেব অধ্যক্ষ । এতদেশীয় সহকারী শ্রীযোজেফ । এই স্থানস্থিত ২৮৮ জন খ্রীষ্টীয়ান আছে, তাহার মধ্যে মণ্ডলী ভূক্ত ৫৮ জন। পাঠশালাতে ৩২ জন বালক পাঠ করে চাটিগার মণ্ডলী । জোহান্নিস সাহেব অধ্যক্ষ । তৎসহকারী ৩ জন, যথা শ্রীগঙ্গানারায়ণ, মণিরাম, ও ঐরামজয় ইহার প্রচারক, এব• ীিহরিশ্চন্দ্র ও ঐরামশরণ এই ২ জন পাঠক । ৩৯ জন ঐ মণ্ডলীতে ভুক্ত, ও ইহাদের সন্ততিবগ নুনাধিক ৫০ পঞ্চাশ হইয়াছে। চট্টগ্রামের স্কুলে ১২ জন ই^রাঙ্গী ও ৰাঙ্গালা পড়িতেছে । এব^ চাটিগার পাঠশালায় প্রতিদিন ২৪ বালক পাঠ করে । চাপড়ার মণ্ডলী। কুকিবৰ্গ সাহেব অধ্যক্ষ। জুলাধ্যক্ষ আঙলগে সাহেৰ, জীপালচণ্ডী ধর্ম্মঘোষক। এতভিন্ন ৯ জন এতদেশীয় পাঠক, ও ৪ জন শিক্ষক । সর্ব্বশুদ্ধ ৫১৪ জন খ্রীষ্টীয়ান তন্মধ্যে ৮০ জন মণ্ডলীভুক্ত আছে। ১ ই^রাঙ্গী স্কুল, ৪ ৰাঙ্গাল পাঠশালা, ইহান্তে ২০০ বালক শিক্ষিত হইতেছে। শ্রীষ্টীয়ান ৰtলকদিগের স্থলে ৮৩ জনএব^ বালিকাদের জুলে ৩৪ জন শিক্ষা করিতেছে ।
পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১২৯
অবয়ব