পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২১ সুন্দরবনস্থ বেলিহাটি আবাদের মণ্ডলী। লাক্রোয়। সাহেব অধ্যক্ষ । তৎসহকারী শ্রীৰ শী মণ্ডল । ঐ স্থানে সর্ব্বশুদ্ধ ৫৫ জন খ্রীষ্টীয়ান বসতি করে। তন্মধ্যে ৬ জন মণ্ডলী ভূক্ত হইয়াছেন। ১ পাঠশালাতে ২৫ জন বালক পাঠ করে । সেণ্টল স্কুল, অধ্যক্ষ মিস রায়ণ। তৎসহকারিণী । মিস ফেণ্ডল। ইহাতে ১৬ জন খ্রীষ্টীয়ান বালিকা আছে, ও সাধারণ বালিকা নুনাধিক ৫০ জন পাঠ করে। তাহাদিগের মধ্যে শাস্ত্র ৰোধাধিকারিণী ৰালিকাগণ, প্রথমাংশে গণিত হইয়া, সূচী কর্ম্ম এৰণ নাজাল শিক্ষা করে। অর্থাৎ ভূগোল বিদ্যা, ও প্রশ্নোত্তর ঘটিত ধর্ম্মপুস্তকান্তর্ব্বার্ত্ত ইতিহালাদি বিদ্যাভ্যাস করিতেছেন। তদ্ভিন্ন অল্পবয়স্ক বালিকাগণ দ্বিতীয়t৭শে গণিত হইয়া ফুদ্ধেতিহাস, ও গীতি বর্ণনা ইত্যাদি বঙ্গ ভাসা শিক্ষা করিতেছে। শ্রীমতী ন্যানী, ঐদেবরা, শ্রীবিন্দু, ঐএলিজাবেথ, এৰ ৭ ঐফিকী নামক ৫ জন শিক্ষিক কর্ম্মে নিযুক্তা আছেন । সোলোর মণ্ডলী । বমওএচ সাহেব অধ্যক্ষ । তৎ সহকারী আপ\লগে সাহেব । ও জন পাঠক, ২ জন শিক্ষক, বালিকাগণের স্কলে ৩ জন শিক্ষক, ও খ্রীষ্টীয়ান বালকদের স্কুলে ১ জন পণ্ডিত আছে । সর্ব্বগুৰু খ্রীষ্টীয়ান ৬১৭ জন আছে, তন্মধ্যে মণ্ডলী ভুক্ত ৩২ জন। গ্রীষ্টীয়ান বালক ও বালিকাদের স্কুলে ১৫২ জন বিদ্যাড্যাল করে। এ তৎসম্বন্ধীয় সামান্য ৩ স্কুলে ৭২ জন ৰালফ পাঠ করে ।