পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ ২ জাহাজ কিম্বা ধাবমান ঘোটক র্যাঁদ প্রতি ঘণ্টায় e ক্রোশ যায়, তবে তদারোহী বJক্তি ঐ রীতিক্রমে দিবারাত্রি অনবরত গমন করিলে ৩। মাসে পৃথিবীকে বেষ্টন করিত, ও চন্দ্র পর্যন্ত ২৭ বৎসরে, এবং সূর্যf পর্যন্ত ১০৮৪৷ বৎসরে পহুছিত । ৩ বাস্পীয় শকট প্রতি দণ্ডে ৮ ক্রোশ গমন করিলে তদাৰূঢ় ব্যক্তিরা ২৬ দিবারাত্রিতে পৃথিবীকে বেষ্টন করিত, আর ৮। মাসে চন্দ্র পর্যন্ত এবং ২৭৭ বৎসরের মধ্যে সূর্য পর্যন্ত পহুছিত। e গ্রহগণের মধ্যে নিকটবর্ত্তী যে শুক্র, সে আপন কক্ষাতে ভ্রমণ করত পৃথিবীর নিকটে উপস্থিত হইলে, বাস্পীয় শকট উক্ত গতিক্রমে তাহার কাছে ৭৭ বৎসরের মধ্যে পহুছিত ; কিন্তু ঐ গ্রহ স্বপথের দূরতম স্থানে উপস্থিত হইলে, ৪৬৫ বৎসরের নুন তথায় যাইতে পারিত না। অপর বৃহস্পতি যে স্থানে সৰ্বাপেক্ষ পৃথিবীর নিকটবর্ত্তী হয়, সেই স্থানে ১১০০ বৎসরের মধেJ ও উক্ত শকট পহুছিত না। যে দেবগণ পৃথিবীর ও আকাশের সৃষ্টি করে নাই, তাহারা এই আকাশ মণ্ডলের নীচস্থিত পৃথিৰীহইতে লুপ্ত হইৰে । যিরিমিয় ১০ । ১১ । কিন্তু পরমেশ্বরই সত্য ঈশ্বর ; তিনিই অমর ঈশ্বর এৰ e নিত্যস্থায়ী রাজা । যিরি মিয় ১০ । ১০ ।