পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s 58 | জোয়ান লোকেরা সবে খেয়াল দেখিবে । বুঢ়া যারা তারা সবে খোয়াব পাইবে ॥ আপন গোলাম আর বান্দী লোকপরে । ঢালিব আপন ৰূহ আমি সে পহুরে ॥ পাইয়া আমার বহু মেরা লোক সবে । বেবীকের সামনে তারা নবুয়ত কবে। বুলন্দ আত্মানে আমি মাজেজা করিব । আগ আর ধুয়া আমি জমিনে দেখাব ॥ সূরজ আন্ধের আর চাদ লহু হবে । মেরা ডরানির দিন সে ওক্তে আসিবে ॥ খাবিন্দের নাম লৈয়া যে দেয়া মাঙ্গিবে । কেবল তাহারি তরে নজাৎ মিলিবে। আর বনি ইস্রায়েল শুন এই বাৎ ৷ ইসামসী দেখালেন কত কেরামৎ ॥ মাজেজ নিশানি আর ঢের দেখাইয়া। খোদার মক্‌বুল গেলা সাবু করিয়া। লেকিন নাদান হৈয়া তোমরা তেনারে । কতল করিলা নিয়া সলিবের পরে। লেকিন এলাহি খুলি বান্ধন মেীতের। গোর হৈতে মসীহেরে উঠাইল ফের ॥ উঠিয়া মোদের সাথে থাকিয়া বসিয়া । গিয়াছেন তিনি ফের আস্মানে উঠিয়া ॥ খোদার ডাহিনে থাকি মসীহ আবার । পাঠালা মোদের তরে বাহু আপনার ॥ যে কাম করিনু মোরা ৰূহের হেল্লায় । দেখিয়াছ তোরা সবে দাড়ায়ে হেথয় ॥ আয় ইস্রায়েল লোক শুন দিল দিয়া । যে ইসারে মারিয়াছ সলিবে তুলিয়া ॥ খোদাবন্দ কোরে তাকে এলাহি দিগর । বেবীকের তরে কোরেছেন মুকরর ॥ এহা শুনে তারা সবে দিলে ঘরড়াইল । রসূলগণের কাছে পুছিতে লাগিল ॥ কি কাম করিতে তবে হবে মোসবার । বয়ান করিয়া তাহা কহু এই বার। রসূলের কহিলেন তাহদের তরে । গুনাগার আছে সবে ঢের গুনা কোরে ॥ এলাহি আলমিন আল্লা তাহার কারণে ।