পাতা:ইঞ্জিল মুকদ্দস্‌.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| २७ ] বাতে সবে দেহ জান দেল । কেবল তারাই হবে বেছেন্তে দখেল। সেই রোজ অএছাই জৰুর ঘটিবে । খাবিন্দ বলিয়৷ মোরে বহুতে ডাকিবে ॥ তোমার নামেতে দেখ আমরা সবাই । দুনিয়াতে কি ঢের পেষিনগুই কহি নাই। তেরা নামে ভূত কি গো নাহি ভাগায়েছি । আজব করম আর নাছি কি করেছি। সে সকল লোকে সাফ কহিব ইহাই । আমি তোমাদিকে দেখ কভি জানি নাই। আয় বদকামকারি শকৃশ তাবতে । তফাতে ভাগিয়া যাও মেরা পাছ হৈতে ॥ অতএব শুনে মোর এ বাং সকল । যেই শকশ তাহা দেখ করয়ে আমল । সে হবে এমন বুঝদারের মাফেক। পাতত থরের পরে যেবা ঘর বানালেক । তা বাদে বর্ষিল পানি তুফান আসিল । ঝড়ের মতন জোরে হাওয়াভি ছুটিল ॥ তউভি হাবেলি সেই নাহি গেল পড়্যে । সবব বনেদ তার পাতথেরের পরে । আর যেই শকশ শুনে এবং সকল । লেকিন সে সবে নাহি করয়ে আমল ৷ হেন বেআকুব হবে বলিতে তাহারে । যে শকশ বানায় হাবলি বালির উপরে ৷ তাবাদে বৰ্ষিল পানি তুফান ছুটিল । হাওয়াভি চুটিয়া সেই হাবলিতে লাগিল। তাছাতে এই তো হাবলি তখনি গিরিল । আর তার সেই গেরা জবর হুইল ॥ এই সব বাৎ ইসা খতম করিলে । তাজ্জব মানিল যত আদ্‌মি সকলে। কাতিবদরের দেয় জেছা নসীহৎ । তিনি নসীহৎ নাহি দিলেন সেমং ॥ যে সকল লোক হয় এক্তি য়ার দার , নসীহৎ ছিল তার মাফেক তাহার ॥