পাতা:ইতিহাস-সার.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । SS 3 থাকিতেন । তিনি ১৫৪৪ অব্দে মানবলীলা সম্বরণ করেন । ১৬১৯ অব্দে দ্বিতীয় ফড়িনাগু রাজা হইয়া প্রটেষ্টান্ট ধর্ম্মাবলম্বীদিগকে অত্যন্ত যন্ত্রণ দিয়াছিলেন, এজন্য স্বধর্ম্মত্যাগী সম্রাট বলিয়া উাহার কুখ্যাতি হইয়াছিল। উহার নিষ্ঠুর আচরণ দেখিয় জর্ম্মনী দেশীয় প্রটেষ্টান্ট রাজার উাহার বিনাশ বাঞ্ছা করিয়াছিলেন । তাহাতে তিনি ক্রমাগত ত্রিশ বৎসর কাল র্তাহাদের সঙ্গে সংগ্রাম করেন । ঐ যুদ্ধে গষ্টাবস এডালফস নামে মুইডনের রাজা, প্রটেষ্টান্টদিগের পক্ষ হইয়া, অনেক যুদ্ধে জয়ী হইয়াছিলেন । সম্প্রতি জর্ম্মনী দেশে সম্রাট নাই। প্রত্যেক রাজধানীতে এক এক রাজা আছেন, তাহারা আপন২ রাজ্যের ব্যবস্থানুসারে স্ব স্ব রাজ্য শাসন করেন। ডাইএট নামে এক মহাসভা আছে, তদ্বারা জর্ম্মণীদেশীয় সকল রাজ্যের সাধারণ কর্ম্ম নির্ব্বাহ হইয়া থাকে । তথায় তাহারা আপনাপন প্রতিনিধি প্রেরণ করেন । এই সভাকে জর্ম্মন-কনফিডরেসন বল গিয়া থাকে । সুইজরলণ্ড । সুইজরলণ্ড, জর্শনী ফুন্সি ও ইটালীর মধ্যবর্তী এক ক্ষুদ্র দেশ। এই দেশ পর্ব্বতে পরিপূর্ণ, পর্ব্বত