পাঠভেদ ১২৮০ সনের বৈশাখ সংখ্যা বঙ্গদর্শনে যুগলাঙ্গুরীয় প্রকাশিত হয়। ১২৮১ সনে (১৮৭৪ খ্রীষ্টাব্দের মাঝামাঝি ) ইহা পুস্তকাকারে “কাটালপাড়া। বঙ্গদর্শন যন্ত্রে শ্রী হারাণচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হয়। পৃষ্ঠা-সংখ্যা ৩৬ । বঙ্কিমচন্দ্রের জীবিতকালে ইহার পাচটি সংস্করণ হইয়াছিল ; ৪র্থ সংস্করণ–১৮৮৬ (পৃ. ৩৬) এবং ৫ম বা শেষ সংস্করণ ১৮৯৩ (পৃ. ৫৭ )। ১ম ও ৫ম সংস্করণে পরিবর্তন যৎসামান্ত ; নিয়ে তাহ প্রদশিত হইল। পূ. ৩, পংক্তি ২, “নগর” স্থলে “নগরী” ছিল। ১০, “একা” স্থলে “একাকিনী” ছিল । ১৫, “যথাবিহিত কালে” স্থলে “যথাকালে” ছিল। ২০, “একা” স্থলে “একাকিনী” ছিল। পাদটীকায়, “নগর” স্থলে “নগরী” ছিল। ৫, পংক্তি ২০, “অষ্টাদশ বৎসরের” স্থলে “অষ্টাদশ-বর্ষীয়া” ছিল। ৬, পংক্তি ৩, “কর্ণ” স্থলে “কাণ” ছিল। ৭, পংক্তি ৫, “উপযুক্তকালে” স্থলে “যথাকালে ছিল। ৯, “ব্যক্তি ভিন্ন” স্থলে “ব্যক্তিরা ভিন্ন” ছিল। ১৭, “একাকী” স্থলে “একা” ছিল । ২২, “তুই চক্ষুঃ” স্থলে “যুগল চক্ষু” ছিল । ২৩, “এ কি পিতা" স্থলে “এ কি পিতঃ” ছিল। ২৫, “কন্যার” স্থলে “কস্তাকে” ছিল । পৃ. ৮, পংক্তি ১৫, “অমঙ্গল হইবে” স্থলে “অমঙ্গল ঘটিবে” ছিল। ১৭, “গৃহমধ্যে কেবল” কথা দুইটির পর “র্তাহার” কথাটি ছিল। ১৮, “র্তাহার বিবাহরাত্রি” স্থলে “বিবাহরাত্রি” ছিল। পৃ. ৯, পংক্তি ২২, “এখন” স্থলে “তখন ছিল। পৃ. ১০, পংক্তি ১১, “র্তাহার লাভ” স্থলে “তাহাতে র্তাহার লাভ” ছিল। পৃ. ১১, পংক্তি ১৮, সম্বোধনে “অমলা” স্থলে “অমলে” ছিল ।
পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৯
অবয়ব