বিষয়বস্তুতে চলুন

পাতা:ইয়ুরোপে তিন বৎসর.djvu/১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ইয়ুরোপে তিন বৎসর।

অর্থাৎ

ইয়ুরোপবাসিদিগের আচার-ব্যবহার-সম্বন্ধীয় ও নানাদেশ-
বর্ণনবিষয়ক কতকগুলি পত্রের সারাংশ।

[ ইঙ্গ্‌রেজী হইতে অনুবাদিত।]


শ্রীরমেশচন্দ্র দত্ত সি, এস, প্রণীত।

দ্বিতীয় সংস্করণ

কলিকাতা,

৯৭ নং কলেজ ষ্ট্রীট, বেঙ্গল মেডিকেল লাইব্রেরী হইতে
শ্রীগুরুদাস চট্টোপাধ্যায় কর্ত্তৃক প্রকাশিত।


১২৯০