এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিজ্ঞাপন।
শ্রীযুক্ত বাবু রমেশচন্দ্র দত্ত সি, এস, মহোদয় স্বপ্রণীত “ইয়ুরোপে তিন বৎসর’ নামক ইঙ্গরেজী গ্রন্থের যে বাঙ্গালা অনুবাদ প্রচার করিয়াছিলেন, আমি তাহার কপিরাইট উক্ত মহোদয়ের নিকট হইতে যথানিয়মে ক্রয় করিয়া লইয়াছি। এক্ষণে উপস্থিত গ্রন্থ আমি নিজব্যয়ে মুদ্রিত ও প্রচারিত করিলাম। এই “ইয়ুরোপে তিন বৎসর’ গ্রন্থে আমার যাবতীয় স্বত্ব রহিল। সুবিজ্ঞ গ্রন্থকার আমার প্রতি বিশিষ্ট অনুগ্রহ প্রদর্শন করাতে আমি তাঁহার নিকট যথোচিত কৃতজ্ঞতা স্বীকার করিতেছি।
বেঙ্গল মেডিকেল লাইব্রেরী, |
শ্রীগুরুদাস চট্টোপাধ্যায়। |