পাতা:ইলিয়ড (প্রথম অধ্যায়).djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . . ( 8 ) টেনেডস লোকে পূজ্য প্রভাকর তুমি । উজ্জ্বল করেছ বিদ্যমানে ক্লষা ভূমি । । যদি তবলিয়ে দিয়া থাকি পুষ্পহার। উক্ষমেদে করে থাকি অস্থিতি তোমার । রজত ধনুক ধরি ক্ষেপ তব বাণ । নিবার দাসের খেদ বধি গ্রীকপ্রাণ ॥ ৬০ রুসেসের স্তবে দেব ভকতবৎসল । ওলিম্পস শৃঙ্গ হৈতে আইল ভূতল ৷ নমিত ধনুক গ্রীক করিতে নিধন । অঙ্গ আম্ফালনে হুৈল বণের নিঃস্বন ৷ প্রতিফল দিতে নিশি সহস করিল। ঘোর অন্ধকার মধ্যে তাপনি সহিল ৷ তরিগণ হেরি দিল ধযুকে টঙ্কার । ছুটিলেক বাণ গ্রীক করিতে সংহার। অগ্রে অশ্বতর শ্বান হইল নিপাত । অবশেষে মানবেরে করিল আঘাত ॥ ৭০ নব কাল্রাত্র ভয়ঙ্কর চিতনল । অগচ্ছন্ন করিল ধুমে গগণমণ্ডল ।