পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৪ ইলেকটিক টেলিগ্রাফ। যদিও আমরা তাহার অনেক কথা পূৰ্ব্ব লিখিয়াছি তথাপি সেই যন্ত্র এবং তাহার কার্য্যবিশিষ্ট বিধানে জানাইবার জন্য প্রতিকৃতি সহ প্রকাশ করিলাম । - ৯৬ । বিদ্যুৎ উৎপন্ন করিবার কারণ.অনেক প্রকার যন্ত্র অনেকে প্রস্তুত করিয়াছেন কিন্তু ৰলত সাহেবের কৃত দ্রব্যগুণসংযোগাত্মক্‌ যন্ত্র সৰ্ব্বোত্তম, তাহার সদৃশ অন্য প্রকার যন্ত্র নহে। ৯৭ । যেমত বাষ্পীয় কলের হাড়িতে (Boiler) বাষ্প উৎপন্ন হইয়। সেই বাষ্প সহকারে কল চলিয়া থাকে । (বাষ্পীয় কল কিৰূপে চলে এবং তাহার অঙ্গ প্রত্যঙ্গাদি কিৰূপ তাহ অন্মদাদির বিরচিত “ বাষ্পীয় কল ও ভারতবর্ষীয় রেলওয়ে” নামক পুস্তকের ৬। ২০ পৃষ্ঠা দৃষ্টি করহ।) সেইৰূপ বিদ্যুতের দ্বার বার্তাবহনাৰ্থ বলত। সাহেবের কৃত দ্রব্যগুণসংযোগাত্মক যন্ত্র (বিদ্যুদুৎপাদক যন্ত্র) প্রধান অঙ্গ। এই যন্ত্রে বিদ্যুদুৎপন্ন হইয়। (যেৰূপ বাষ্পীয় কলের হাড়িতে বাষ্প জন্মায়) তাঙ্কর প্রৱষ্ট হয় । তার সহকারে কাটার দ্বার সঙ্গেত প্রকাশ পাইয়া থাকে । -