পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকটিক টেলিগ্রাফ। >レヘ○ হয়, এবং যদি ঐ ইলেকট্রিক টেলিগ্রাফের সিরিশতায় নিযুক্ত ঐ কোম্পানির কোন চাকর, উক্ত কোপ্লানির শাসিত দেশের মধ্যে সেই প্রকার কর্মে নিযুক্ত কোন ব্যক্তির যে কৰ্ম করিতে এই আইনমতে নিষেধ হইয়াছে এমত কোন কর্ম, মেই রাজর কি ভিন্নাধিকার দেশে করে, কি যে কৰ্ম করিতে এই আইনমতে অাজা তাছে তাহা না করে, তবে ঐ কোম্পানির ঐ চাকর অপরাধী হইবেক । এবণ, সেই , অপরাধের প্রমাণ হইলে, কোম্পানি বাহাদুরের-শাসিত দেশের মধ্যে ঐ নিষিদ্ধ কাৰ্য্য করা গেলে কি ঐ অাড করা কার্য না করা গেলে ত’হার যেরূপ দগু হইত সেই রূপ- দণ্ড, হইবেক । আর উক্ত দেশের মধ্যে কোম্পানি বসুদুরের চাকরেরদের কুরা অপরাধ বিচার করিতে, হজুর কোন্সেলে ভারতবর্ষের মুক্ত গ্রবরনর জেনারল বাহাদুর কর্তৃক যে কোন আদালত কি কাৰ্য্যকারক উfচতমতে ক্ষমতাপ্রাপ্ত হন তাহার দ্বারা, কিম্বা কোম্পানি বাহাদুরের শাসিত দেশের কোন স্থানে ঐ অপরাধ করা গেলে যে প্রকারে বিচারাদি হইতু সেই প্রকারে ঐ দেশের কোন স্থানের কোন অদিলিত কি ੋਨ੍ਹੋਂ সাহেবের কিম্বা উপযুক্ত ক্ষমতাপন্ন অন্য কার্যক্ষারকের দ্বারা, এমত প্রত্যেক ব্যক্তির দোষের প্রকারানুসারে সেই ব্যক্তির বিচার হইবেক ও দোষ সাব্যস্ত হইবেক ও জরীমুনা কি অন্য দগু হইবেক ইতি । শিব্দের অর্থ করণ ।] ২২ ধার। - এই আইনেতে “ মাজিষ্ট্রেট” এই শব্দের মধ্যে জাইণ্ট মাঞ্জিস্ট্রেট সাহেবের এবং যে ব্যক্তির আইনমতে মাজিস্ট্রেটের ক্ষমতানুসারে ক" করেন তাহারাও গণ্য হইবেন । এবং জরীমান৷” এই শ দতে অর্থদণ্ড কি দুবা জব্ব করণও গণ্য হইবেক ইতি । অনুমতিপত্রফ্রমে স্থাপিত টেলিগ্রাফের জন্যে গবর্ণমেণ্ট বিধি করিবেন।