পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ) ইলেকট্রিক টেলিগ্রাফ। ব্যের যে প্রকার আকৃতি হউক বা যে স্থানে অবস্থিতি থাকুক অথবা তাহা কঠিন বাদব বা বাষ্প কিম্ব বায়ুভাবাপন্ন হউক তাহাও এইগুরুতরাকর্ষণ ব্যতীত অবস্থান করিতে পারে না, অর্থাৎ তদাকর্ষণ বিনা, কোন দ্রব্য কোন স্থানে কোন অবস্থায় কোন কালে কোন গতিকে কোন ক্রমে কালযাপন করতে পারে না । এই আকর্ষণ শক্তিতে সমস্ত দ্রব্য পৃথীবিতে পতনশীল হইয় থাকে অর্থাৎ তদ্বারা বৃক্ষহইতে তলায় ফল ও পত্র পতিত হয় এবং যে কোন দ্রব্য যে কোন স্থানহইতে নিঃক্ষিপ্ত হয় তৎতাবৎপরম্পরাক্রমে এই পৃথীবিতেই পতিত হয়, যদি পৃথীবির এই আকর্ষণ শক্তি না থাকিত তবে গাছহইতে পতনশীল, ফল নিয়ে না পতিত হইয়। উদ্ধে উঠিতে পারিত, যেহেতু পতনেরকালে তাহার উদ্ধে উঠা নিবারণ করে এমত কোন বাধক নাই, অতএব বৃক্ষেরফল ও হস্তের ঢিল ও মুখের খুধু পৃথীবিতে পুত্বনের প্রতি কোন বিশেষ কারণ অবশ্যই আছে । , যে কারণে এই সকল হইতেছে, সেই কারণের