পাতা:ঈশাচরিতামৃত.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত। ఈ గి হইতে কি সহজে কেহ নিস্কৃতি পাইতে পারে? পৌত্তলিক জেষ্টাইলপ্রহরী দল আবার তাহদের অপেক্ষাও কৃপাপাত্র। এই সকল অবস্থ৷ জানিয়াই তিনি দয়ার্ক্স হইলেন । কোন মমুম্বাইত তাহার শত্রু ছিল না । পাপকেই কেবল তিনি চিরবৈরী বলিয়া জামিতেন। আশ্চর্ঘ্য এই যে, এতাদৃশ নিবিড় কলুষান্ধকার ভেদ করিয়া অনন্ত কালের সৎ পদার্থ সাধুতা জাগিয়া উঠিয়াছে। - যিশুর যেমন যন্ত্রণ। তেমনি অপমান। কিন্তু এত কষ্ট দেখিয়াও তৰু পাপিষ্ঠ হৃদয়ে দয়ার সঞ্চার হয় না। চোর দস্থ্য যেমন সৰ্ব্ব সাধারণের স্থণার পাত্র, যিশুe সেই শ্রেণীর মধ্যে গণ্য হইলেন । সহমরণগামী চোর, পথের পথিকগণ, সামান্য পদাতিক সকলেরই রসন এবং হস্ত র্তাহার প্রতি যথেচ্ছ ব্যবহার করিতে লাগিল যিশু কিরূপে প্রাণত্যাগ করেন তাহা দেখিবার জন্য অনেক আমোদপ্রিয় লোক ঐ স্থানে সমবেত হইয়াছিল। হতভাগ্যেরা এমনি নিৰ্দ্দয় পাষাণহৃদয়, তিনি মৃত্যুগ্রাসে পতিত হইয়াছেন, যন্ত্রণ। অপমানের একশেষ হইতেছে, তথাপি তাহার উপর আবার উপহাস বাক্যযন্ত্রণ | য়িহুদীরা পাইলেটের আদেশে “ইনি য়িস্থদী: দিগের রাজা মিণ্ড" লাটিন্‌ গ্ৰীকৃ এবং আরমেয়িক ভিন প্রচলিত ভাষায় এই কয়টি কথা বড় বড় অক্ষার এক কাঠফলকে লিখিয়া শিরোদেশে বুলাইয় দেয়। ইহা দ্বারা পাইলেট, যে য়িহুদী জাতিসাধারণের প্রতি ঘৃণা উপহাস করিয়াছে ক্রোধান্ধ ধৰ্ম্মযাজক দল তাহ প্রথমে বুঝিতে পারে নাই । শেষে বুঝিতে পারির রাজপ্রতিনিধিকে গিয়া বলিল, তুমি “ফ্রিন্থদীদিগের রাজা” এ কথা না লিখিয়া “সে বলে আমি য়িহুদীদিগের রাজা'+ এইরূপ লিখিয়া দাও । পাইলেট সে অনুরোধ গ্রাহ করিল না, বলিল, “যাহা লিখিন্নাছি তাহা লিখিয়াছি।” - - क्रम शृङ्क निको श्रेबो आनिन, ब्रिन ब्रिन आ१ दिरात्र श्हेख् লাগিল। এমন সময় কোন পথিক বলিতেছে, “এ ব্যক্তি মনির ভাঙ্গিয়৷ তিন দিনের মধ্যে তাহ পুনর্গঠন করিতে চাহিয়াছিল ; এতই যদি ক্ষমত, ভবে এখন কুশ হইতে নামিয়। আমুকু না কেন " শুভ্রশ্বক্ষ প্রাচীন পাতকী পুরোহিতেরাও উপহাস বিক্রপের সহিত হাস্য কৌতুক আরম্ভ করিল।