পাতা:ঈশাচরিতামৃত.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত। Rసి তাহার মৃত্যু হইলে স্বৰ্গ আসিয়া তাহাকে লইয়া গেল এবংএৱাহেমের বাক্ষাপরি তাহার স্থান হইল। ধনীও কালক্রমে পরলোকে গেলেন এবং মৃত্তিকা ८धांथिउ श्लम । उनमळुङ्ग मद्रकांनाश *ब्रिडॐ झट्टैग्न ७क निम मग्नम উত্তোলন পূর্বক দেখেন যে সেই দুঃখী লেজারস্ এস্রাহেমের বক্ষে বাস করিতেছে। তখন সে কাদিয়া বলিল, হে পিতা এব্রাহেম । আমার প্রতি কৃপা কর। লেজারলুকে পাঠাষ্টয়া দাও, যে সে অঙ্গুলির অগ্রভাগ দ্বারা একটু জল ৬ামার জিহ্বায় দিয়া যায়, আমি অগ্নির উত্তাপে জলির মনিতেছি। এব্রামে বলিলেন, পুত্র স্মরণ করিয়া দেখ জীবদ্ধশায় ভূমি কি মুখ ছিলে, আর লেজার ইবা কি কষ্টে কাল হয়ণ করিয়াছে। কিন্তু এখন সে সুখী ইয়াছে, তুমি যন্ত্রণ ভোগ করিতেছ। তদ্ব্যতীত তোমায় ৪ আমাদের মধ্যে এখন এত প্রভেদ যে, এখানকার লোক ওখানে যাইতে পারে না এবং ওখান হইতেও কেন্থ এখানে আসিতে পারে না। ধনী বলিল, তবে উহাকে আমার পিত্রালয়ে পাঠাইয়া দাও, সেখানে গিয়া আমার আর পাঁচটি ভ্রাতা আছে তাহাদিগকে গিয়া বলিয়া আসুক যেন ডাহারা আমার মত নরকভোগ না করে। এব্রাহ্মে বলিলেন, মুসা এবং অন্যান্য প্রেরিত মহাজনেরা আছেন তাহাদিগের নিকট তাহারা সম্পদেশ শ্রবণ করুক। ধনী বলিল, না পিতা, তাহাতে কিছু হইবে না। পর লোক হইতে যদি এক জন গিয়া সংবাদ দেয় তাহা হইলে তাহারা অমৃত্তাপ করিবে । এৱাহে বলিলেন, তাহার। মুসা এবং অন্যান্য সাধু কথা যদি না শুনে তৰে মৃতদিগের মধ্য হইভে এক জন ফিরিয়া গেলেও তাছাদের মন ফিরিবে না ।"