পাতা:ঈশাচরিতামৃত.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত vరిa মুদা কি তোমাদিগকে বিধি দেন নাই ? তথাপি তোমরা কেহ তাহা প্রতিপালন কর না। আমাকে হত্য করিবার জন্য কেন বেড়াইতেছ?” বিপক্ষের বলিল, “তোর ঘাড়ে ভূত চাপিয়াছে। কে তোকে মারিৰার জন্য বেড়াইতেছে ?” যিশু বলিলেন, “মুসার বিধি অনুসারে যদি তোমরা বিশ্রাম বারে ত্বকচ্ছেদ করিতে পার, তবে আমি রোগ আরোগ্য করিয়াছি বলিয়া ক্রুদ্ধ হও কেন ? বাহিরের দৃশ্য দেখিয়া বিচার করিও মা, ধৰ্ম্মামুগত হইয়। বিচার কর।” এমন সময় এক ব্যক্তি বলিয়া উঠিল, “এ সেই নয়, যাহাকে সকলে মারিবার জন্য চেষ্টা করিতেছে ? কিন্তু দেখ, কেমন উহার বুকের পাট । তথাপি কেহ কিছু বলিতেছে না। এ যে সেই খ্ৰীষ্ট যিশু তাহ কি কর্তৃপক্ষের কেহ জানেন না ? আমরা জানি কোথা হইতে এ লোক আসিয়াছে।” ইহা শুনিয়া যিশু উচ্চ নিনাদে বলিলেন, “আমি কে এবং কোথা হইতে আসিয়াছি তাহ তোমরা জান, কিন্তু আমি আপনা হইতে আসি নাই ; যিনি আমাকে পাঠাইয়াছেন তিনিই সত্য, তাহাকে তোমরা জান না। আমি তাহাকে জানি, কারণ আমি তাহ কর্তৃক প্রেরিত।” শক্ৰ পক্ষীয়ের এই সময় তাহাকে ধৃত করিতে চেষ্টা করিল, কিন্তু লোকভয়ে পারিল না, শেষ গৃহে গিয়া কয়েক জন অনুচর পাঠাইয়া দিল । লোকদিগকে যিশু বলিতে লাগিলেন, “আর অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি, তাহার পর পিতার নিকট চলিয়া যাইব । তোমরা তখন আমাকে অন্বেষণ করিয়া পাইবে না । যেখানে আমি থাকিব সেখানে তোমাদের যাইবার ক্ষমতা নাই। য়িহুদীরা পরম্পরে কাণাকাণি করিতে লাগিল, “এ ব্যক্তি কোথায় যাইবে যে আমরা খুজিয়া পাইব না ? জেন্টাইল্দিগকে শিক্ষা দিতে যাইবে না কি ? কি প্রকার কথা এ যলিতেছে ?” ফিণ্ড কহিলেন, “যদি কেহ পিপাসাৰ্ত্ত থাকে সে আমার নিকট আসিয়া পান করুক। যে আমাকে বিশ্বাস করিবে তাহার উদর হইতে নদী উৎসারিত হইবে।” ইহা শুনিয়া অনেকে বলিতে লাগিল, “সত্যই ইনি প্রেরিত মহাজন।” অন্যেরা বলিল, “এ খ্ৰীষ্ট। - কেহ কেহ বলিল, “গালিল হইতে খ্ৰীষ্ট কেমন করিয়া আসিবে ? তাহারতে বেথলিহামে দাউদের বংশে জঙ্কি বার কথা ?" এইরূপে তাহায় সম্বন্ধে লোকে নানা মত ব্যক্ত করিতে লাগিল।