পাতা:ঈশাচরিতামৃত.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত। 8సి এইটিই দণ্ড যে, আলোক পৃথিবীতে আসিল, কিন্তু যজুষ্য তাঁহাকে ভাল না বাসিয়া অন্ধকারকে ভাল বালিতে লাগিল। কারণ তাহাদের কৰ্ম্মসকল মন্দ। প্রত্যেক তুষ্কৰ্ম্মান্বিত ব্যক্তি আলোককে ঘৃণা করে পাছে তাহাদের দোষ বাহির হইয় পড়ে এই জন্য তাহারা আলোকের কাছে আসিতে চাহে না । কিন্তু যে সৎকৰ্ম্মশীল সে আলোকের নিকট আইসে। তাহাতে তাহার কাৰ্য্যে যে ঈশ্বর বর্তমান আছেন ইহা প্রকাশিত হয় ।”