পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>8 সবুজ সফেদ লাল, পারাদার বেড়ে সাল, আনিয়াছে পাল পাল থোট্টা মহাজন ॥ "মাগল পাঠান কত, কাবেলের মেয়া যত, উটে উটে আনিতেছে করিয়া যতন। এ সব মুখের যোগ, যদি নাহি হয় ভোগ, তবে কেন করি মিছে শরীর ধারণ ? বেণের দোকানে লোট,রুপ সোণ টাকা নোট, বেঁধুে মোট ছোট ছোট্ট পালা ওরে মন । এই দেখি পেট ডোঙা, ঢেকুর উঠিছে চোঙ, হাতী ঘোড়া কত কত করেছি ভক্ষণ ৷ কোথায় গিয়াছে চলে, আবার উঠেছে জ্বলে, দেরে দেরে খেতে দেরে বাচাও এখন । কটাক্ষেতে দিয়ে টান, এখনই আপন আন, খান্‌ খাম্ করে খাই এ তিন ভুবন । প্রিয়তম তৃষ্ণা সতী, আমি তার পাণপতি, এই দেখ বুকে তারে করেছি স্থাপন। আমাদের হয়ে বশ, ম নর পিষয় রস, মুহূর্তে আনন্দকোটি করিয়াছে স্বজন । মামার কারণে র্তার, নিদ্রা নাই একবার, বাসনার পখে শুধু করেন ভ্রমণ। দেহ হলে নিদ্রাকুল, তবু নাই তায় ভুল, স্বপনে জাপন ভাৰ করেন জ্ঞাপন ' মামাদের ঘোর বেগ, কিসে তিনি নিরুদ্বেগ, এদের কুলের বধু, মন বিনা এই বেগ কে করে বারণ। হেন সাধ্য কার আছে, দাড়ায় মনের কাছে, মনেরে প্রবোধ দিয়া কে করে বারণ ? ৰদি কেউ খড়ি পেতে, কোনরূপ গুণে গেথে, আকাশের কত তারা করে নিরূপণ। যদি কেউ এ জগতে, উপায়েতে কোনমতে, . প্রতাপে করিতে পারে বাতাস বন্ধন ॥ কোনরূপে যদি কেউ, সিন্ধুর প্রখর ঢেউ, রোধ করি একেৰারে করে নিবারণ। প্রকৃতির এ সংসারে, কোনরূপ অঞ্জৰাখে, ৰঙ্কপি করিতে পারে জাকাশ খণ্ডন ॥ এ সব সম্ভব নয়, । পূৰ্ব্বদিকে প্রাতে রবি, প্রভাতে গ্রকাশে ছবি;" সে উদয় রোধ যদি করে কোন জন।" হয় হয় হলো হলো কে করে বারণ ॥ " মনেরে কে দেবে বোধ,লাঠী ধরে আছে ক্রোধ, করিবে আমার রোধ কে আছে এমন ? ! পেটের নিকটে আর, কিছুতে না পাই পার, সমুদয় অন্ধকার করি দরশন ॥ ঢুকিয়াছে ভস্মকাঁট, না মরে ক্ষুধার ছিট, চুমুকেতে কত আর করিব শোষণ ? উঠিয়াছে খাই খাই, না মেটে আশার খাই, খাই খাই রবে সবে ছাড়িছে ৰচন। ঠাই ঠাই ডাই ডাই, যেন পৰ্ব্বতের চাই, কোথা হতে এসে করে কোথায় গমন ? এই দেখি এই এই, ক্ষণপরে নেইনেই, 4 সৰু সৰু কেট করে নিরূপণ ॥ কেবা বা। , কেবা বাছে বাসৗমত্ব, যত গী: উদরে ধারণ । ওই যে ঠাকুণ্ঠ বামুনের পূজা করে, বহুবিধ શ ( প্রবোরে নিবেদন ॥ ওতে ৰভু শুদ্ধ নাথ বরে এটাে করা সমুদয়, কতক্ষণ আগেছে পাকরেছি ভক্ষণ । (জ ক প্রফুল্ল ফুলের মধু, কেহ নাই পায় যাদের থিতে বদন ॥ কত দিন আগে আমি, জোয়েছি তাহার স্বামী, ঘরে বসে মনে মনে তNfছ রমণ। ওরা পেয়ে খাটখান, নি, হুয়ে আটখানা, ধরে কত ঠাটখানা কkেধান १न ॥ সকলের অগোচৰে, ৫ম অবসরে, কতদিন গুয়ে তার করে বে। দেবপত্তি তারাপতি, হলো গুরুদার-পতি, তাহে কিছু এক নয় কামের সাধন। সম্ভোগে হইল লোভ, না ভুগিলে পায় ক্ষেত, সেধে কেঁদে পুজেছিল জামায় চরণ ", or ' ' ... * * * * } সম্ভাবনা দি হয়," Jo