পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ ৮ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। Ç O. এই দেখি এই আছে, এই নাই জার। প্রণাম তোমায় প্রভু, প্রণাম আমার ॥ এই আমি, এই আছি, এই অবস্থৰ। এই রূপ এই রস, এই অাছে রব ৷ এই হস্ত, এই পদ এই আছে সব । এই এই আর নেই, পরে এই শৰ । এই ভ্রাতা, এই পুত্ৰ, এই পরিবার। এই হাস্ত, এই সুখ, এই হাহাকার ॥ এই ভাব এই শক্তি,এই বিলোকন। এই চিন্তু, এই শক্তি, এই বুদ্ধি মন ॥ এই মেধা এই যত্ন, এই অনুমান । এই তুমি এই আমি, এই অভিমান। ক্ষণপরে আমি কোথা, কেব। আর করি ? প্ৰণাম তোমায় প্রভু, প্রণাম আমার ॥ এখনি স্বজন করি, এখনি সংস্কার। তোমার অনন্ত লীলা বুঝে সাধ্য কার? এই দেখি এই আছে এই নাই আব। প্রণাম তোমায় প্রভু, প্রণমি আমার । • প্রার্থনা ! ತ দিন বেঁচে আছি, তোমাব রূপায় । হই হই করিতেছি, ভবের সভায় ৷ যে পথে চলাও আমি, সেই পথে চলি । যেরূপ বলা ৭ তুমি, সেইরূপ বলি ৷ আমি বলি, আ ম চলি, সাধা কিছু নাই। চলাও, বলা ও তুমি, চলি, বলি তাই । বল বল তব বল, সেই বলে বলী। বল বল তব বল, সেই বলে, বলি। স্ববলে এ বল তুমি, যখন চরিলে । আমি তুমি বলাবলি, কে আর কবিবে। আছি আমি, মার আমি রঙ্গিল না মোগে । যে তুমি সে ভূমি রবে, আমি যাব চলে। কি হইব, rথ যাব, কি বলিতে পারি। মিশাবে জল ধঞ্চল, জলধির বাৰি । আছে সব হল শব, যাবে সব চুৰে । আমি এসে আমি আর, বলিব না মুখে ॥ ত্রমেতে কহিবে সব, করি হাছাকার। । ঘুচিল নশ্বর দে, ঈশ্বর তোমার। নশ্বর ঈশ্বল্প আমি, বুঝাইৰ কায় । ঈশ্বর যাবার নয়, ঈশ্বর কি যায় ? ছিল গুপ্ত, হলো গুপ্ত, গুপ্ত কোথা আছে। সকলি হইল গুপ্ত, ঐশ্বরের কাছে। তুমি হে ঈশ্বর গুপ্ত, বাক্ত কছু নও। কেমনে করিব ব্যক্ত, ব্যক্ত যদি হও ? থাকে গুপ্ত, গুপ্ত থাক, ব্যক্তে নাহি ফল। কমলে পড়িবে শেষ, কমলের জল ৷ ততদিন আছি আমি, যতদিন থাকি । আমার জানিয়া তুমি, cडौभारत्नहे ডাকি । তোমার করুণ বিন, মুখ কিসে হবে ? তুমি যদি স্বল্পী কব, মুখ পাব তবে ॥ সন্তোষের ধন ভরা, ভবের ভাণ্ডারে । তুমি যদি নাহি দেও, কে লইতে পাবে ? দিয়েছ, হয়েছে তায় সুখের সংযোগ । স্নখেতে করেছি কত সুভোগ সম্ভোগ ৷ যোগ ভোগ দুই ইচ্ছা, সকলের মনে । ভোগ ভোগ, যোগ যোগ, হইলে কেমনে। ভোগে যেন কৰ্ম্মভোগ, ভূগিতে না । , 學 যোগে যেন অম্বুযোগ, কখন না রয় ॥ কিরূপে মনেব ভাব, করিব প্রকট । বলিবার কিছু নাই, তোমার নিকট । চলিবার বলিবাব, শেষ হলো সব । বলে করে একেবারে হলেম নীরব ॥ প্রার্থন | ধরে মানুষের দেহ, মিছা কাল করিলাম বই। স্বরূপে মানুষ কই, আমিতে মানুষ নিজে নই। . মানুষে কবিয়ে স্নেহ, এমন মানুষ কই ? مقي