পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । छौदन छौदनविन्न शशैौ कडू नग्न ॥ তোমার যে কলেবর, কেবল কলের ঘর, দৃপ্ত বটে মনোহর, পঞ্চভূতময়। ধখন টুটবে কল, ছুটিবে সকল বল, সুখদল হতবল, দুঃখের উদয়। জীবন জীবনবিম্ব স্থায়ী কভু নয় ॥ নিয়ত তোমার ঘরে, গোপনেতে বাস করে, বিষম বিক্রম করে, পাপ রিপু ছয় । ভ্রম-নিদ্রা পরিহর, জ্ঞান অস্ত্র করে ধর, রিপুদলে বশ কর, মন মহাশয়। জীবন জীবনবিম্ব স্থায়ী কভু নয় ॥ অনিত্য ভৌতিক দেহ, কার প্রতি কর স্নেহ, এক ভিন্ন আর কেহ আপনার নয় । ধদবধি থাকে কায়], • জ্ঞান-নেত্রে দেখু মায়া, ত্যজিয়া তাহার স্থায়া, ছাড় ভ্রমচয় । জীবন জীবনবিধ স্থায়ী কভু নয়। আমি মুখে আমি কই ফলিতাৰ্থ আমি কই, • আমি যদি আমি নই, মিথ্যা সমুদয় । দারা পুত্র পরিবার, বল তবে কেবা কার, মোহযুক্ত এ সংসার, ফঙ্কিকারময়। • জীবন জীবনবিম্ব স্থায়ী কভু নয় ॥ শ্ধে হিংসা পরিহর, বিবেকের সঙ্গ ধর, RS