পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७० जेषढल्छ ७.७ चौक्बन्नबिज् । “ সীতানাখ ঘোষ, গণেশ চঞ্জ বন্দোপাধ্যায়, যাদৰ চন্দ্র গঙ্গোপাধ্যায়, হুরমাখ মিত্র, পূর্ণচন্দ্র ঘোষ, গোপাল চন্দ্র দত্ত, শুীমাচরণ বসু, উমানাথ চট্টোপাধ্যায়, ক্ৰমাখ শীল, এবং শম্ভুনাথ পণ্ডিত ইছারা কেহ তিন চারি বৎসর পর্যন্ত প্রভাকরের লেখক বন্ধুর শ্রেণী মধ্যে ভুক্ত হইয়াছেন।” “ ঐযুক্ত হরচন্দ্র স্তয়ৈরত্ন ভট্টাচার্ষ্য মহাশয়, আমাদিগের সম্প্রদায়ের এক জন প্রধান সংযুক্ত বন্ধু শ্বামাচরণ বন্দোপাধ্যায় সহকারী সম্পাদকের স্তায় তাবৎ কৰ্ম্ম সম্পন্ন করেন, অতএব ইহঁীদিগের বিষয় প্রকাশ করা অতিরেক মাত্র। বিশেষতঃ শেষোক্ত ব্যক্তির শ্রমের হস্তে যখন আমরা সমুদয় কৰ্ম্ম সমর্পণ করি, তখন উছার ক্ষমতা সকলেই বিবেচনা করিবেন | *

  • রঙ্গলাল বন্দোপাধ্যায় অন্মদিগের সংযোজিত লেখক বন্ধু, ইহঁীর সদাণ ও ক্ষমতার কথা কি ব্যাখ্যা করিব ! এই সময়ে আমাদিগের পরম স্নেহান্নিত মৃত বন্ধু বাবু প্রসন্ন চন্দ্র ঘোষের শোক পুনঃ পুনঃ শেল স্বরূপ হইয়। হৃদয় বিদীর্ণ করিতেছে। যেহেতু ইনি রচনা বিষয়ে উাছার দ্যায় ক্ষমতা দশাইতেছেন, বরং কবিত্ব ব্যাপারে ইস্থার অধিক শক্তি দৃষ্ট হুইণ্ডেছে। কবিতা নর্তকীর ন্যায় অভিপ্রায়ের বাদ্য তালে ইহঁর মানসরূপ নাট্যশালায় নিয়ত স্বত্য করিতেছে। ইনি কি গদ্য কি পদ্য উভয় রচনা দ্বারা পাঠকবর্গের মনে আনন্দ বিতরণ করিয়া থাকেন।”