পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৬৩ ) পারে । অতএব দেখা যাউক ঐ অভিধানে ক তই উড়িয় শব্দ আছে, যাহা বাঙ্গাল নছে। এস্থলে ঐ অভিধানের প্রথম পৃষ্ঠার প্রথম স্তম্ভ হইতে সমুদায় শব্দগুলি নিম্নে অবিকল উঠfম গেল। যথা— অ, অলা, অইঠা, অংশ, অংশ{ংশ, তাংশী, অংশfংশী, অংশু, অংশুক, অংশুধর, অংশুমৎ, অংস, অঃ, অকচ, তাকট, অকড়ি, অকণ্টক, অকঠিন, অকঠোর, অকথা, অকথ্য, অকরক, অকর্ণ, অকপট । উপরি লিখিত শব্দের মধ্যে অ'লা, ভিন্ন অfর সমস্ত শব্দই সুবর্ণরেখার উত্তরে বাঙ্গীলা ভাষায় প্রচলিত । অল শব্দের অর্থ ধাত্রী ; বোধ হয় এইটী কোল নিকটবর্তী পৰ্বত্য জাতির কথা । আইঠা ੇ : বিশুদ্ধ বাঙ্গালীয় এঠ এইরূপ কথিত হয়, বাঙ্গালীর অন্যান্য অঞ্চলেও কখন কখন জাইঠা এরূপও কথিত হইতে শুলা যায় । অকড়ি কড়িহীম ; অপভ্রষ্ট মাত্র ; বঙ্গালীয় তাকড়ে বলে । আকরক1–ফল বিশেষ । - যেস্থলে দক্ষিণtঞ্চীয়দিগের ভাষা উড়িয়া সীমে এক পৃথক ভাষা, সেস্থলে অবশ্যই অভিধান মধ্যে হস্থল শব্দই পৃথক হইবার সম্ভাবনা । কিন্তু ঐ স্তম্ভেৱ भाषा ऊांश माहे । उfल, ञांज्ञ ७क हाँन श्रेष्ठ উদ্ভূত করিয়া দেখা যাউক, হয়ত অধিক উড়িয় শব্দ পাওয়া যাইৰে । ৫১ পৃষ্ঠার ককারাদি শব্দের স্তম্ভ হইতে সমুদায় গুলি সমুদ্ধত করা গেল। যথা