পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ উদ্ভিদ তত্ত্ব । সামান্ত এবং কোন প্রকার বিশেষ রং বিছান । উহাদের পরাগ অত্যন্ত হান্ধ! এবং শুষ্ক হয় এবং অপৰ্য্যাপ্ত পরিমাণে প্রস্তুত হয়। বায়ু দ্বারা বাহিত ঔষ্টবার সুবিধার জন্ত কোন কোন এই জাতীয় ফুলের পরাগের গায়ে দুইটি করিয়া ডানার ন্যায় পদার্থ থাকে । ১১ সং ছবি )। এই পরাগ পাকিলে {@0 ১১ সং ছবি পরাগকোষ ফাটিয়া যায় এবং তাঙ্গর অভ্যন্তরস্থিত পরাগ বাহির হইয়৷ বাতাসে উড়িয়া নায় ~-এবং যদি সেই জার্তায় কোন ফুল ঐ পরাগবাহী লায়র গতির পথে থাকে তাহা হইলে ঐ পরাগ সেই ফুলের শৃঙ্গ দ্বারে গিয়া পড়ে— নতুবা ঐ পরাগ নষ্ট হয়—অতএব দেখা যাইতেছে যে কীট দ্বারা পরাগবচন অপেক্ষা বায়ু দ্বারা বহন অধিকতর অপব্যয়ী— কারণ বায়ু দ্বারা পরাগবগুন চর লটে কিন্তু এই পরাগবহনের উদ্দেশু। রূচিং সফল হয়—এই কারণ এই জাতীয় ফুলেরা অপৰ্য্যাপ্ত পরিমাণে পরাগ প্রস্তুত করে--কতক বায়ুদ্বারা লাচিত তষ্টয়া নষ্ট হয় এবং কদাচিৎ কতক অপর ফুলের শৃঙ্গদ্বারে গিয়া পড়ে। জল দ্বারা পরাগবহনের বিশেষত্ব কিছু নাই অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদের পরাগ এইরূপে বাচিত হয়—ইহা সচরাচর দেখিতে পাওয়া যায় না।