পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । ৬৩ (১) ক্রম নিম্নগামী । (২) ক্ষণ নিম্নগামী। (১) ক্রম নিম্নগামী শাখাপ্রসারণ প্রণালী –এই প্রণালীতে প্রধান শিকড়টি ক্রমাগত মাটির ভিতর নিম্নদিকে নামিতে থাকে এবং উহার উভয় পাশ্ব হইতে শাখা বাহির হয় ( ৯৯ সংছবি ) । (২) ক্ষণ নিম্নগামী শাপা প্রসারণ প্রণালী—এই প্রণালীতে প্রধান শিকড়টিব নিম্নগতি শাস্ত্র অবরুদ্ধ হয় এবং ঐ শিকড়টি অনেক গুলি শিকড়ে লিভক্ত হইয়া পড়ে ( ১ ০০ স°ছবি ) এক্ট প্রকার শিকড় ঘাসে দেপিতে পাওয়া যায় । শিকড় দ্বারা উদ্ভিদ আপনাকে মাটির সঙ্গিত দৃঢ় ভাবে সংলগ্ন করিয়া রাপে . -ঝড়ে সহজে উপড়াইয়া যায় না। শিকড়ের এলঃ উচ্চার শাখাপ্রশাপার অগ্রভাগে অতি স্বাক্ষ সূক্ষ লোম • থাকে ( ৯৯ স°ছবি ) । এষ্ট লোম সমূহের দ্বারা উদ্ভিদ মাটির ভিতর হইতে আপনার খাদ্য সামগ্ৰী প্রস্তুত করিবার জন্য উপকরণাদি সংগ্রহ করে । শিকড়েল গ্রন্থি থাকে না । উচ্চার অওভোগজ লোম সমূহকে কাণ্ডেব পত্রসমূহের সহিত তুলনা করা যাইতে পারে। মাতৃগর্ভ হইতে বাহির হইবার সময়, অর্থাৎ বীজ অঙ্কুরিত হইবার সময় প্রথমেই শিকড় বাহির হয় কারণ অঙ্কুরিত হওয়ার পর হইতে উদ্ভিদের জীবন এই শিকড়ের উপর নির্ভর করে। যে পর্যাস্তু কায়ংপরিমাণ শিকড় বাঙ্গির না হয় এবং যে পর্য্যন্ত উহা মাটির ভিতর কীয়ৎপরিমাণে প্রবেশ না করে সে পৰ্য্যন্ত অস্কুরেরও পত্র বাহির হয় না এবং তালংকাল ঐ অন্ধুর মাতৃগর্ভে ( বিচির ভিতর ) সঞ্চিত পাঙ্ক দ্বারা জীবন ধারণ করে। বিচিতে খাদ্য সঞ্চিত থাকে কিন্তু যাবৎ ঐ বিচি অস্কুরিত হইতে আরম্ভ না হয় তাবৎ ঐ পাদ্য ব্যবহৃত হয় ন!——কারণ মাতৃগর্ভে উদ্ভিদজণ অপ্রকাশিত ভাবে জীবিত থাকে —অর্থাৎ, জীবিত থাকে কিন্তু জীবনের ক্রিয়াকলাপ বন্ধ থাকে-ইঙ্গ প্রথম পরিচ্ছেদেই বলা হইয়াছে ( ৯ পৃ: ) । বিচি হইতে প্রথম শিকড় বাড়ির > | Caifa–Root hair. * I gifo-Node. to 1 so-Seedling.