পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ 6 - উপদেশ । ধৰ্ম্মের জন্ত কষ্ট সহ করিতে অবহেলা করিব ? তবে সে মহাবাক্যের অর্থ কি যে শাণিত ক্ষুরধারের ন্যায় ধৰ্ম্মের পথ দুর্গম ? সেই পথে যখন শরীর আত্মাকে নিযুক্ত করিলাম, তখন কষ্ট পরিশ্রম তো হইবেই হইবে । যে ব্যক্তি শাণিত ক্ষুরধারে হস্তক্ষেপ করে, স্বাভাবিক নিয়মে তো তাহার রক্তপাত হইবেই। ধনের জন্ত, মান, বিদ্যা, খ্যাতি প্রতিপত্তির জন্ত কত পীড়া সহ করিতেই না হয়, তবে ধৰ্ম্মের জন্য কি কিছু সহ করিতে হইবে না ? ধৰ্ম্মের জন্ত যাহারা ক্লেশ পায়, তাহাদিগের নিমিত্ত কত উচ্চ পুরস্কারের অঙ্গীকার শুনিতে পাই । যদি ধৰ্ম্মেতে কোন কষ্ট না থাকে, তবে তজ্জন্ত পুরস্কার বা অঙ্গীকার, ইহার অর্থ কি ? অতএব ধৰ্ম্মের পথ চিরদিনই কঠিন, এবং ধৰ্ম্মোপদেষ্টাগণ সৰ্ব্বকালেই তাহাদিগের শিষ্যদিগকে ধৰ্ম্মের জন্য ক্লেশ বহন করিতে উপদেশ দিয়াছেন। ধৰ্ম্মের ইতিহাস যদি পাঠ করি, দেখি যেখানে সরল ভাবে ঈশ্বরের ভূত্য পৃথিবীতে অগ্রসর হইয়া পরমেশ্ব রের ভাব প্রচার করিয়াছে, সেখানে মনুষ্যেরা শাণিত অস্ত্র লইয়া তাহার বক্ষে আঘাত করিয়াছে। যেখানে অসত্য অপবিত্রতা দূর করিবার জন্য কোন তুৰ্ব্বল ব্যক্তি চেষ্টা করিয়াছে, সেখানে সবল মনুষ্যেরা তাহার প্রতি বিষম শক্রতা প্রকাশ করিয়াছে। সত্যের পতাকা হস্তে লইয়া যিনি পৃথিবীতে অগ্রসর হইয়াছেন, তাহার শরীর হইতে শোণিতধারা প্রবাহিত হইয়াছে এবং যতদূর তিনি গমন করিয়াছেন, ততদূর তাহার শোণিতের দাগ লোকে দেখিতে পাইয়াছে। রক্ত না দিলে ঈশ্বরের বীজ সারবান বৃক্ষরূপে পরিণত হয় না। যন্ত্রণারূপ অস্ত্রফলকে জীবনের ভূমি কর্ষণ না করিলে ঈশ্বরের বারিধারা বর্ষিত হয় না। যেখানে ধৰ্ম্মের সাধন, সেখানে মনুষ্যের ক্লেশ ও রক্তপাত—ইহাই প্রকৃত বলিদানের অর্থ। নির্দোষ পশুদিগকে যন্ত্রণ দিয়া পুণ্য ক্রয় করিতে হইবে না। বদি আপনাকে,