পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গাতীর বারাকপুর, উদ্যান শনিবার, ১৩ই মাঘ, ১৮১৬ শক, ২৬শে জানুয়ারী ১৮৯৫ খ্ৰীষ্টাব্দ উদ্বোধন আজ ভব নদীর প্রান্তে স্বর্গের জ্যোতি পড়িয়াছে । এ পারে বসিয়া ব্ৰহ্মনাম করিতেছি, ওপার হইতে পরব্রহ্মের মধুর নাম শুনিতেছি। নয়ন উন্মীলিত করিয়া সেই পবিত্র আকার দর্শন করি, নয়ন নিমীলিত করিয়া সেই সুন্দর মধুর মূৰ্ত্তি অবলোকন করি। উৎকৃষ্ট স্থানে উত্তম হৃদয় লইয়া সৰ্ব্বোত্তম সারের সন্নিধানে উপস্থিত হইয়াছি এখন সৰ্ব্বতোভাবে তিনি পবিত্র সনদর্শনদান করুন ; কায়মনোবাক্যে র্তাহার পূজা করিয়া কৃতার্থ হই । আরাধনা হে সারাৎসার সত্য, এমনি প্রবাহমান কালস্রোতে জীবনতরণী ভাসিতেছে ; এমনি কখনও তরঙ্গ কখনও । তুফান, কখন জোয়ার কখন ভাটা – সংসারে কিছুই স্থির নাই । এইমাত্র জল স্বচ্ছ, ক্ষণকাল পরে আবার