পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কঠোপনিষঃ 38& সমূহ যদি তাহার সংসার প্রবণ ভোগাসক্ত নিম্ন প্রকৃতি স্বীকার করিয়া নালয় তাহা হইলে তাহাকে পরমেশ্বর হইতে র্তাহার ভোগাসক্ত মন আকর্ষণ করিয়া পুনরায় সংসারাসক্ত করিয়া তুলিতে পারে। সেই জন্ত প্রথম বরে এই নিম্ন প্রকৃতি বাহাতে আত্মাভিমুখী মনের অনুভূত সত্যসমূহ গ্রহণ করিয়া আত্মাভিমুখী হয় তাহাই প্রার্থনা করা হইয়াছে। সংকল্প বিকল্লাত্মক মন যেন উপশাস্ত হয়, স্বমনা অর্থাৎ ভগবমুখী হয় ‘গৌতম অর্থাৎ আত্মজ্ঞানে উদ্ভাসিত হয় ‘বীতম্যু’ অর্থাৎ সমস্ত দীনতা সমস্ত দুৰ্ব্বলতা হইতে বিমুক্ত হয় অর্থাৎ সাধকের সমগ্র প্রকৃতি সাধনার প্রথম স্তরে কেবল আত্মকাম হইয়া অবস্থান করে। নচিকেতা কর্তৃক প্রার্থিত হইয়া যমরাজ বলিলেন— যথা পুরস্তান্তবিতা প্রতীত ঔদালকিল্লারারুণমং প্রস্থষ্টঃ । সুখংরাত্রীঃ শয়িতা বীতমনু্যস্বাং দদৃশিবান মৃত্যুমুখাৎ প্রমুক্তম ॥১০ উদালকি; আরুণি: ( তোমার পিতা উদালক পুত্র আরুণি । পুরস্তাং (আমার নিকট আসিবার পূৰ্ব্বে) যথা প্রতীত (তোমার প্রতি যেরূপ স্নেহ সম্পন্ন ছিলেন অর্থাৎ তোমাকে যেরূপ চিনিতে পারিতেন ) মৎ প্রশ্বই ( আমার প্রেরণা বশত: মৎ কর্তৃক অনুজ্ঞাত হইয়া) মৃত্যুমুখাৎ প্রমুক্তম্ (মৃত্যুমুখ হইতে বিমুক্ত) ত্বাং দদৃশিবান (তোমাকে দেখিয়া ) বৗতম্যু: ( ক্রোধ রহিত) ভবিতা (হইবেন ) রাত্রী; সুখং শায়িত (পরবর্তি রাত্রি সমূহ মুখে নিদ্রা যাইবেন ) ॥১• তোমার পিতা উদালক পুত্র আঙ্কনি আমার নিকট আসিবা পূৰ্ব্বে লো এ নে কে ছিল এ নি মিল । x *