পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

****

  • কঠোপনিষৎ ›8ጭ

রহিত হইয়া) স্বৰ্গলোকে মোদতে (রাজস তামস ভাব হইতে সম্পূর্ণরূপে বিমুক্ত হইয়া শুদ্ধসত্ত্ব সাধক পরমেশ্বরের সাক্ষাৎকার লাভ করিয়া সালোক্য সাযুজ্য সামিপ্য সারূপ্য সাষ্টি প্রভৃতি আনন্দের বিভিন্ন বিকাশ অনুভব করিতে থাকেন ) ॥১১ - যম-রাজ কর্তৃক আদিষ্ট হইয়া দ্বিতীয় বর প্রার্থনা করিতে যাইয়া নচিকেত বলিলেন—স্বৰ্গলোকে অর্থাৎ নিরতিশয় আনন্দস্বরূপ পরমেশ্বরে কোনরূপ ভয় বিদ্যমান নাই, তথায় তুমি নাই অর্থাৎ তথায় মৃত্যুর প্রভাব নাই স্বর্গলোক প্রাপ্ত হইলে মচুন্য জরা অর্থাৎ বাৰ্দ্ধক্য অবস্থা হইতে ভীত হয় না কারণ স্বৰ্গলোক জরা-মৃত্যুহীন, তথায় শোক রহিত হইয়া রাজস তামস ভাব হইতে সম্পূর্ণরূপে বিমুক্ত হইয়া শুদ্ধসত্ত্ব সাধক পরমেশ্বরের সাক্ষ{ংকার লাভ করিয়া সালোক্য, সাযুজ্য, সামীপ্য, স্বরূপা, সাষ্টি প্রভৃতি আনন্দের বিভিন্ন বিকাশ অনুভব করিতে থাকেন ॥১১ এক্ষণে এইরূপ গুণবিশিষ্ট স্বৰ্গপ্রাপ্তির সাধনভূত অগ্নিবিদ্যা যমের নিকট প্রার্থনা করিয়া নচিকেতা বললেন— স ত্বমূ অগ্নিং স্বর্গ্যং অধ্যেষি মৃত্যে প্রবৃহি তং শ্রদধানায় মহ্যম্। স্বৰ্গলোক অমৃতত্বং ভজন্তে এতদ দ্বিতীয়েন বৃণে বরেণ ॥১২৷৷ মৃত্যে (হে যম ) স ত্বং ( স্বর্গের প্রাপ্তি সাধনভূত অগ্নি বিদ্যায় পারদর্শ আপনি ) স্বৰ্গং অগ্নিং ( স্বৰ্গপ্রাপ্তির সাধনতৃত অগ্নিবিষ্ঠ ) অশ্লোষি (অবগত আছেন) তং শ্রদধানায় মহাম্ (সেই অগ্নিবিদ্যা শ্রদ্ধাশীল জামার্কে) প্রবৃছি (প্রকৃষ্টরূপে উপদেশ প্রদান করুন) স্বৰ্গদোকা অমৃতত্বং ভজন্তে (ཧམ་ ས་སྟེང་གེ། ༢༣ བར་སྟ༥ ལྷ་ག་ཝ་ཁས་༢༥ ཀ་།།