পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ছোট্ট রামায়ণ

এমনি করিয়া শেষে রাম আইলেন দেশে,
বড়ই হইল সুখ তায়,
তখন মিলিয়া সবে “বাম জয়-জয় রবে
রাজা করে তাঁরে অযোধ্যায়৷
পুরোনো নাপিত যারা ক্ষুরে শান দিয়া তারা
সাজিয়া আইল তাড়াতাড়ি,
রামের যতেক জট চেঁছে দিল চট্‌পট্
যতনে কামায়ে দিল দাড়ি৷
সোনার সভায় তবে রামেরে বসায়ে সবে
মুকুট মাথায় দিল তাঁর,
ভাই শত্রুঘ্ন আসি ধরিলেন হাসি-হাসি
সাদা ছাতা অতি চমৎকার৷
দাঁড়াইয়া দুই ধারে চামর ঢুলায় তাঁরে
সুখেতে সুগ্রীব বিভীষণ,
স্ববগ হইতে আনি মুকুতার মালাখানি
পরাইয়া দিলেন পবন৷
মিলিয়া দেবতাগণ, ভুলায়ে সবার মন,
কিবা গান গাইল তখন!
“রাম জয়! রাম জয়!” নাচিয়া সকলে কয়
রাজা পেয়ে মনের মতন৷