বিষয়বস্তুতে চলুন

পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী আলেখ্য, তাহার হাতে দিয়া জানান যে তিনি উহা প্ৰকাশ করিতে 2iigड़कन । প্রেসিডেন্টের সর্বশেষ, ক্ষুদ্রতম এবং শ্রেষ্ঠ বক্তৃতা গত সপ্তাহের বৃহস্পতিবার টেনেসি হইতে দুইজন ভদ্রমহিলা আসিয়া প্রেসিডেণ্টকে অনুরোধ জানান জনসন দ্বীপে যুদ্ধবন্দী হিসাবে আটক র্তাহাদের স্বামীদের মুক্তির জন্য । তাহাদিগকে শুক্রবার আসিতে বলিলে তঁাহারা সেইদিন আসেন ; তঁাহাদিগকে তখন শনিবার আসিতে বলা হয় | প্ৰত্যেকবারই সাক্ষাতের সময় ভদ্রমহিলাদের একজন বারবার করিয়া বলিতে থাকেন যে তঁাহার স্বামী ধর্মপ্রাণ ব্যক্তি । শনিবারদিন প্রেসিডেণ্ট বন্দীদের মুক্তির আদেশ দান করিয়া সেই মহিলাকে বলেন, “আপনি বলিতেছেন। আপনার স্বামী ধর্মপ্ৰাণ ব্যক্তি, তাহার সহিত দেখা হইলে তঁাহাকে বলিবেন যে আমি বলিয়াছি যে যদিও আমি ধর্মের বিচারক নাহি তথাপি আমি বলিতে চাহি যে, যে ধর্ম মানুষকে তাহদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করিতে এবং যুদ্ধ করিতে প্ররোচনা দেয়—শুধু এই কারণে যে তাহারা মনে করে যে অপরের ঘৰ্মাসিক্ত শ্ৰমে কতিপয় লোকের রুটা সংগ্রহে সরকার যথেষ্ট সাহায্য করিতেছে না—সেই ধর্ম অবলম্বন করিয়া জনসাধারণ স্বৰ্গলাভ করিতে পরিবে না । Ղ. fai*o দ্বিতীয় উদ্বোধনী ভাষণ ১৮৬৫ খৃষ্টাব্দের ৪ঠা মার্চ লিঙ্কন দ্বিতীয়বার প্রেসিডেন্টরূপে শপথ গ্ৰহণ করেন এবং দ্বিতীয় উদ্বোধনী ভাষণ দেন। যুদ্ধ তখনও চলিতে থাকিলেও জয়ের আশা দেখা দিয়াছিল এবং লিঙ্কন “কাহারও প্রতি বিদ্বেষ না রাখিয়া, (t. W