বিষয়বস্তুতে চলুন

পাতা:ঐতিহাসিক উপন্যাস.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“২৪ অঙ্গুরীয় বিনিময় क४। ! ६ङभूव्र ब१४गङ्कङ निम्रोश्रब्रज गरिङ •र्रष्टीग्न नश्राङ्ग गदक मिरक्रम !” শিবজী, কিঞ্চিৎক্ষণ নতশিয়ঃ থাকিয় মুখোত্তোলন পুরঃসর উত্তর করিলেন *আপনি যেরূপ শুনিয়াছেন সেইরূপ কহিবেন আশ্চৰ্য্য নহে। ৰপ্ততঃ জামি দমাবৃত্তি নহি । আমি এই পৰ্ব্বতীয় দেশের স্বাধীন রাজা। যদি বলেন আমার বংশমর্য্যাদা এরূপ নতে যে তৈমুরলঙ্গ বংশীয় কন্যার পাণিগ্রহণ যোগ্য হই, তাহার উত্তর এই যে, তৈমুরলঙ্গ প্রভৃতি যে সকল ব্যক্তি দিগ্বিজয় করিয়া দিগন্ত বিশ্ৰুত-নাম হইয়াছেন, র্তাহাদিগের বংশে জন্ম অপেক্ষ যিনি র্তাহাদিগের স্তায় স্বয়ং সাম্রাজ্য সংস্থাপনে প্রবৃত্ত এবং সক্ষম, তিনি কি সহস্ৰগুণে প্রধান নছেন? আমি এই পৰ্ব্বতোপরিস্থ প্রস্রবণ সদৃশ হইয়াছি, আমার মহারাষ্ট্র লেন বেগবান নিঝরতুল্য হইয়া সমুদায় উপত্যক আক্রমণ করিয়াছে, এবং অচিরকাল মধ্যে তৎকর্তৃক তাবৎ ভারতরাজ্য প্লাবিত হইবে । আমাকে তাবৎকাল জীবদ্দশায় থাকিতে হইবে না, কিন্তু আমি সেই দিন অদূরে দেখিতেছি, যখন মৎপ্রতিষ্ঠিত সিংহাসনোপবিষ্ট রাজগণ দিল্লীর রাজকোষ হইতেও করাকর্ষণ করিবে । সে যাহা হউক, আপনি এক্ষণে নিরুদ্বেগে অবস্থিতি করিতে থাকুন। কেবল মাত্র এই দুর্গ পরিত্যাগ করিতে পরিবেন না, নচেৎ আর আর সর্ব বিষয়ে যথেচ্ছ ব্যৰহারের কোন প্রতিবন্ধকতা নাই। আমি এক্ষণে প্রত্যহ এক একবার সাক্ষাৎকারমাত্র প্রার্থনা করি। বোধ হয় কালে আমাকে দম্য অপেক্ষা কিছু ভাল বোধ হইলেও হইতে পারে। এক্ষণে বিদায় হই’ । এই বলিয়া শিবলী অতি মধুর হাস্যমুখে বাদসহ পুত্রীর প্রতি স্নিগ্ধদৃষ্টি করত প্রস্থান করিলেন ।