পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৬
কড়ি ও কোমল।

তবে যদি নেহাৎ কর
খবর নিয়ে টানাটানি।
আমি বাপু এক‍্টি কেবল
দুষ্ট মেয়ের খবর জানি!
দুষ্টমি তার শোন যদি,
অবাক হবে সত্যি!
এত বড় বড় কথা তার
মুখখানি একরত্তি।
মনে মনে জানেন তিনি।
ভারি মস্ত লোকটা।
লোকের সঙ্গে না-হক কেবল
ঝগড়া কর্বার ঝোঁকটা।
আমার সঙ্গেই যত বিবাদ
কথায় কথায় আড়ি।
এর নাম কি ভদ্র ব্যাভার!
বড্ড বাড়াবাড়ি।
মনে করেছি তার সঙ্গে
কথাবার্ত্তা বন্দ করি।