পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬২
কড়ি ও কোমল।

রাখালের বাঁশি বাজে
সুদূর তরুছায়,
খেল্তে খেল‍্তে মেয়েটি তাই
খেলা ভুলে যায়।
তরুর মূলে মাথা রেখে
চেয়ে থাকে পথে,
জানি কোন্ পরীর দেশে
ধায় সে মনোরথে।
এক‍্লা কোথায় ঘুরে বেড়ায়
মায়া দ্বীপে গিয়ে;—
হেনকালে চাষী আসে
দুটি গরু নিয়ে।
শব্দ শুনে কেঁপে ওঠে,
চমক্ ভেঙ্গে চায়।
আঁখি হতে মিলায় মায়া,
স্বপন টুটে যায়।