পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৭২
কড়ি ও কোমল।

এবার গাঁথিনি মালা
কি তোমারে করি দান!
কাঁদিছে নীরব বাঁশি,
অধরে মিলায় হাসি,
তোমার নয়নে ভাসে।
ছল ছল অভিমান!
এবার বসন্ত গেল,
হলনা, হলনা গান!