পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিরহ।
১৭৭

ওগাে যদি নিশি-শেষে আসে হেসে হেসে,
মাের হাসি আর রবে কি!
এই জাগরণে ক্ষীণ বদন মলিন
আমারে হেরিয়া কবে কি!
আমি সারা রজনীর গাঁথা ফুল মালা
প্রভাতে চরণে ঝরিব,
ওগাে আছে সুশীতল যমুনার জল
দেখে তারে আমি মরিব।