পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিদেশী ফুলের গুচ্ছ ।
৫৫

( ERNEST MYERS )

আমায় রেখ না ধ’রে আর,
আর হেথা ফুল নাহি ফুটে ।
হেমন্তের পত্নিছে নীহার,
আমায় রেখন। ধ’রে অরো ৷
যাই হেথা হতে যাই উঠে,
আমার স্বপন গেছে টুটে !
কঠিন পাষাণ পথে
যেতে হবে কোন মতে
পা দিয়েছি যবে !
একটি বসন্ত রাতে
ছিলে তুমি মোর সাথে,
পোহাল ত, চলে যাও তবে !